ফের কাশ্মীর সীমান্তে পাকিস্তানের অস্ত্রবিরতি লঙ্ঘন, আহত জওয়ান

ফের জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন। হিরানগর সেক্টরে পাক রেঞ্জার্স ও BSF এর ধুন্ধুমার গুলির লড়াই। ববিয়া আউট পোস্টের কাছে BSF ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক রেঞ্জার্স। পাক বাহিনীর গুলিতে জখম হন এক জওয়ান। পাল্টা গুলিতে পাক রেঞ্জারের মৃত্যুর দাবি BSF-এর।

Updated By: Oct 21, 2016, 02:11 PM IST
ফের কাশ্মীর সীমান্তে পাকিস্তানের অস্ত্রবিরতি লঙ্ঘন, আহত জওয়ান

ওয়েব ডেস্ক : ফের জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন। হিরানগর সেক্টরে পাক রেঞ্জার্স ও BSF এর ধুন্ধুমার গুলির লড়াই। ববিয়া আউট পোস্টের কাছে BSF ছাউনি লক্ষ্য করে গুলি চালায় পাক রেঞ্জার্স। পাক বাহিনীর গুলিতে জখম হন এক জওয়ান। পাল্টা গুলিতে পাক রেঞ্জারের মৃত্যুর দাবি BSF-এর।

১৮ সেপ্টেম্বর উরি হামলার জেরে ১৮ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর পাল্টা বদলায় ২৮ সেপ্টেম্বর পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা। আর তারপর থেকেই নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তে বেড়ে গেছে পাক সেনার অস্ত্রবিরতি লঙ্ঘন ও অনুপ্রবেশের চেষ্টা। প্রায় ৩১ বার পাকিস্তানের দিক থেকে হামলা চালানোর চেষ্টা করা হয়।

.