ব্র্যান্ড ফ্যাক্টরিতে ঢুকতে গেলে এবার কাটতে হবে টিকিট!

কখনও ভেবেছেন, কেনাকাটা করতে দোকানে ঢুকতেও টিকিট কাটতে হবে? এবার তেমনটাই হতে চলেছে। এখন থেকে ক্রেতাদের থেকে প্রবেশ মূল্য আদায় করতে চলেছে ফিউচার গ্রুপ। ব্র্যান্ড ফ্যাক্টরির যে কোনও শাখা থেকে কেনাকেটা করতে গেলে, গ্রাহককে দিতে হবে ১০০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত।

Updated By: Nov 16, 2017, 01:35 PM IST
ব্র্যান্ড ফ্যাক্টরিতে ঢুকতে গেলে এবার কাটতে হবে টিকিট!

নিজস্ব প্রতিবেদন: কখনও ভেবেছেন, কেনাকাটা করতে দোকানে ঢুকতেও টিকিট কাটতে হবে? এবার তেমনটাই হতে চলেছে। এখন থেকে ক্রেতাদের থেকে প্রবেশ মূল্য আদায় করতে চলেছে ফিউচার গ্রুপ। ব্র্যান্ড ফ্যাক্টরির যে কোনও শাখা থেকে কেনাকেটা করতে গেলে, গ্রাহককে দিতে হবে ১০০ টাকা থেকে ২৫০ টাকা পর্যন্ত।

আরও পড়ুন: পাপ্পু বনগায়া যুবরাজ- খোঁচায় ধার কমবে না ধারণা বিজেপির
এক্ষেত্রে রয়েছে একটা ট্যুইস্টও। এই নিয়ম বছরভর থাকবে না। শুধুমাত্র ফ্রি শপিংয়ের দিনগুলিতেই ক্রেতাদের দোকানে ঢুকতে গেলে প্রবেশমূল্য দিতে হবে। প্রসঙ্গত, এই মাসেই ব্র্যান্ড ফ্যাক্টরির প্রোমোশনাল ক্যাম্পেন শুরু হচ্ছে। আগামী ২২ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বিপুল ছাড়ে মিলবে কাপড়-জামা। ৫০০০ টাকার কেনাকাটায় ৩০০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যেতে পারেন আপনি। সেই সময় ব্র্যান্ড ফ্যাক্টরির যে কোনও স্টোরে ঢুকতে গেলে কাটতে হবে টিকিট।
তবে সংস্থার দাবি, এই প্রবেশমূল্য নাকি আবার ক্রেতাদের ফিরিয়েও দেওয়া হবে গিফট ভাউচারের মাধ্যমে। প্রবেশ্যমূল্য ফেরত পাওয়া যাবে সংস্থার মোবাইল ওয়ালেটে।
কেন এই অভিনব ব্যবস্থা?
ব্র্যান্ড ফ্যাক্টরির কর্ণধার কিশোর বিয়ানি জানিয়েছেন, আসল ক্রেতাদের আরও বেশি করে দোকানমুখী করতেই এই উদ্যোগ। বিষয়টি অনেকটা অনলাইনে প্রি-বুকিংয়ের মতো। এতে বছরের নির্দিষ্ট এই সময়গুলিতে দোকানে অযথা ভিড় এড়ানো যাবে বলেও মনে করছে সংস্থা। নির্ঝঞ্ঝাটে কেনাকাটা করতে পারবেন ক্রেতারা।

আরও পড়ুন: প্রথমে লড়াই, পরে দুষ্কৃতীদের অনুরোধ, এটিএম লুঠ রুখলেন নিরাপত্তারক্ষী, দেখুন ভিডিও

তবে এই প্রথমবার নয়, এক বছর আগেও ব্র্যান্ড ফ্যাক্টরি এই ধরনের ব্যবস্থা করেছিল। পোশাকের ওপর বিপুল ছাড় দিয়ে তিন দিনে কোম্পানির ঘরে এসেছিল ১১৫ কোটি টাকা। ১২ লক্ষ গ্রাহক ব্র্যান্ড ফ্যাক্টরির বিভিন্ন শাখা থেকে কেনাকাটা করেছিলেন। কোম্পানির দাবি, তবে ভিড়ের চাপে অনেকেই পছন্দমতো কেনাকাটা করতে পারেননি। এবছর সেই সমস্যা মেটাতেই টিকিটের ব্যবস্থা।

 

.