'ছেলেরা মাঝে মাঝে ভুল করে, ক্ষমতায় এলে ধর্ষণে ফাঁসির সাজা তুলে দেব'

মহিলাদের নিরাপত্তা নিয়ে দেশ উত্তাল। সেই সময়ই বিতর্কিত মন্তব্য সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিং যাদবের। বৃহস্পতিবার ধর্ষণের সাজা প্রাণদণ্ড হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন মুলায়ম।

Updated By: Apr 10, 2014, 06:46 PM IST

মহিলাদের নিরাপত্তা নিয়ে দেশ উত্তাল। সেই সময়ই বিতর্কিত মন্তব্য সমাজবাদী পার্টি প্রধান মুলায়ম সিং যাদবের। বৃহস্পতিবার ধর্ষণের সাজা প্রাণদণ্ড হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন মুলায়ম।

একটি সমাবেশের অনুষ্ঠানে যাদবকে সম্প্রতি মুম্বাই গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তার উত্তরে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ছেলেদের ছোট্ট ভুলের সাজা কী ফাঁসি হওয়া উচিত। তিনি আরও বলেন, ক্ষমতায় এলে আইনের রদবদল ঘটাতে চান তাঁরা।

দেশের মানুষ পরবর্তি লোকসভা গঠনের ভোট দিচ্ছেন। নির্বাচনী প্রচারের ইস্যুতে প্রত্যেকটি রাজনৈতিক দল মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করাকে প্রাধান্য দিচ্ছে। তার মধ্যে মুলায়ম সিংয়ের এই মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।

.