ফের গর্তের গ্রাসে শিশু
বুধবার, কুরাউলি, রাজস্তান। খয়ারদহ গ্রামের ৯ বছরের ছটু খলতে খলতে ২০০ ফুট গভীর নলকূপের জন্য খোড়া গর্তে পড়ে যায়। শনিবার গর্ত থেকে তাঁর নিহর দেহ উদ্ধার করা হয়। কারুয়ালির পুলিস সুপার অমনদীপ সিং কাপুর জানিয়েছেন, "উদ্ধারকারী দলের ৩ দিনের প্রচেষ্টা সত্ত্বেও ছটুকে বাঁচানো সম্ভব হল না।``
বুধবার, কুরাউলি, রাজস্তান। খয়ারদহ গ্রামের ৯ বছরের ছটু খলতে খলতে ২০০ ফুট গভীর নলকূপের জন্য খোড়া গর্তে পড়ে যায়। শনিবার গর্ত থেকে তাঁর নিহর দেহ উদ্ধার করা হয়। কারুয়ালির পুলিস সুপার অমনদীপ সিং কাপুর জানিয়েছেন, "উদ্ধারকারী দলের ৩ দিনের প্রচেষ্টা সত্ত্বেও ছটুকে বাঁচানো সম্ভব হল না।``
গত ৭ অগস্ট বাড়ির পাশের ২০০ ফূট গর্তে পড়ে যায় শিশুটি। তিন দিন ধরে ১৫০ ফুট নিচে আটকে ছিল সে। গ্রামবাসীরা উদ্ধার শুরু করেন। সমান্তরাল গর্ত খুড়ে চলে উদ্ধারের চেষ্ঠা। কিন্তু বৃষ্টির জন্য বারবার উদ্ধারকার্যে বাধা আসছিল। ফলে এদিন একটি হুকের সাহায্যে মৃত শিশুটিকে উদ্ধার করা হয়।