ইন্দিরাকে হিটলারের সঙ্গে তুলনা জেটলির
তাঁর দাবি, হিটলার পরিবারতন্ত্রের জন্ম দেননি, কিন্তু, ইন্দিরা সে কাজও করেছেন।
নিজস্ব প্রতিবেদন: ইন্দিরা গান্ধী ও হিটলারকে একই আসনে বসিয়ে আক্রমণ শানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। ১৯৭৫ সালে ইন্দিরার প্রধানমন্ত্রীত্ব কালে দেশে জরুরি অবস্থা জারির ঘটনাকে রাজনৈতিকভাবে আক্রমণ করার কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। এর অঙ্গ হিসাবেই সোমবার ইন্দিরাকে 'স্বৈরাচারী' বলে কাঠগোড়ায় তুলেছেন নিজেকে 'জরুরি অবস্থার প্রথম সত্যাগ্রহী' বলে দাবি করা জেটলি।
During Emergency an atmosphere of fear & terror prevailed in the country. Political activity had come to a grinding halt. The dissenters were mainly political workers of the opposition party & the RSS. They kept repeatedly organizing Satyagrahas & courted arrest.
— Arun Jaitley (@arunjaitley) June 25, 2018
Mrs. Gandhi's imposition of Emergency under Article 352, suspension of fundamental rights under Article 359 and her claim that “disorder was planned by the opposition in the country”, echoed Hitler's “Reichstag” episode as exposed by the Nuremberg trials after 13 years
— Arun Jaitley (@arunjaitley) June 25, 2018
জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার হরণ, গণমাধ্যমের উপর চরম হস্তক্ষেপ, বিরোধী নেতা ও সাংবাদিকদের জেলবন্দি করার ঘটনার কথা তুলে ধরে এদিন ফেসবুক ও টুইটারে সমালোচনায় মুখর হয়েছেন অরুণ জেটলি। নেহেরু-কন্যাকে শুধু হিটলারের সঙ্গে তুলনা করেই থামেননি বর্তমান অর্থমন্ত্রী। তাঁর দাবি, হিটলার পরিবারতন্ত্রের জন্ম দেননি, কিন্তু, ইন্দিরা সে কাজও করেছেন। আরও পড়ুন- মুসলমান প্রতিনিধিদেরই ভোট দেওয়া উচিত : ওয়াইসি