Covid vaccine-এর দুটি ডোজ ৯৮% সুরক্ষা দেয়, কেন্দ্র

সমীক্ষাটি পঞ্জাবের police personnel-এর উপর করা হয়েছে।

Updated By: Jul 4, 2021, 09:46 PM IST
Covid vaccine-এর দুটি ডোজ ৯৮% সুরক্ষা দেয়, কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: সাম্প্রতিক এক সমীক্ষা বলছে, করোনাটিকার দুটি ডোজই করোনা থেকে ৯৮ শতাংশ সুরক্ষা তৈরি করে দেয় শরীরে।

Punjab government-এর সঙ্গে যৌথ ভাবে চালানো এক সমীক্ষায় চণ্ডীগঢ়ের Post Graduate Institute of Medical Education and Research জানিয়েছে, করোনাটিকার একটি ডোজ ৯২ শতাংশ এবং দুটি ডোজ ৯৮ শতাংশ সুরক্ষা দেয়। এই সমীক্ষাটি পঞ্জাবের police personnel-এর উপর করা হয়েছে। 

এই সমীক্ষার তথ্য ধার করে NITI Aayog-এর সদস্য (স্বাস্থ্য) Dr VK Paul বলেছেন, ৪৮৬৮ জন পুলিসকে টিকা দেওয়া হয়নি এবং তাঁদের ১৫ জন করোনায় মারা গিয়েছেন। এবং পরে ৩৫,৮৫৬ জন পুলিসকে প্রথম ডোজ দেওয়া হল, যাঁদের মধ্যে ৯ জন মারা যান। এবং মোট ৪২,৭২০ জনকে দুটি ডোজই দেওয়া হল এবং তাঁদের মধ্যে দুজন মারা গেলেন।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: IS থেকে আল-কায়েদা কীভাবে জঙ্গিদের পছন্দের অস্ত্র হয়ে উঠল Drone?

.