পরিযায়ী শ্রমিকদের ফেরার অনুমতি পর্যন্ত দেয়নি বাংলার সরকার: বম্বে হাইকোর্ট

লকডাউনে পরিযায়ী শ্রমিক সমস্যা নিয়ে বম্বে হাইকোর্টের পর্যবেক্ষণে বিড়ম্বনা বাড়ল পশ্চিমবঙ্গের শাসক দলের। 

Updated By: Jul 14, 2020, 10:22 PM IST
পরিযায়ী শ্রমিকদের ফেরার অনুমতি পর্যন্ত দেয়নি বাংলার সরকার: বম্বে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদন: করোনা (Coronavirus) অতিমারিতে পরিযায়ী শ্রমিকদের বিষয়টি ঠিকমতো পরিচালনা করতে পারেনি পশ্চিমবঙ্গ। একটা সময়, ভিন রাজ্যে কর্মরত বাঙালি শ্রমিকদের (migrants) নিজের রাজ্যে ফেরার অনুমতিটুকু পর্যন্ত দিতে চায়নি সে রাজ্যের সরকার। একটি শ্রমিক সংগঠনের দায়ের করা মামলার প্রেক্ষিতে এমনটাই পর্যবেক্ষণ বম্বে হাইকোর্টের (Bombay High Court)।

লকডাউনে পরিযায়ী শ্রমিক সমস্যা নিয়ে বম্বে হাইকোর্টের পর্যবেক্ষণে বিড়ম্বনা বাড়ল পশ্চিমবঙ্গের শাসক দলের। করোনা ও লকডাউনে দেশের বিভিন্ন প্রান্তে পরিযায়ী শ্রমিকদের কী দুর্বিষহ পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছে, সে নিয়ে বোম্বে হাইকোর্টে মামলা দায়ের করে একাধিক কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। মহারাষ্ট্রে আটকে পড়া শ্রমিকদের নিয়ে আশঙ্কাপ্রকাশ করে মুম্বইয়ের একটি শ্রমিক সংগঠন। গত মাসে কেন্দ্র আদালতকে জানিয়েছিল, পরিযায়ীদের ঘরে ফেরানোর জন্য আপাতত কোনও শ্রমিক স্পেশাল ট্রেনের চাহিদা নেই। মঙ্গলবার মামলাকারীদের আইনজীবী গায়েত্রী সিং আদালতে জানান,আর কোনও শ্রমিক নিজের রাজ্য়ে ফিরে যেতে চান না, এটা সম্পূর্ণ ভুল তথ্য। এখনও ৫৬ হাজার শ্রমিক ভিন রাজ্যে আটকে। তাঁদের কিয়দংশই পশ্চিমবঙ্গের। 

বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন করেন, আপনি পশ্চিমবঙ্গের পরিস্থিতি জানেন? সেখানে তো এক সময় সরকারই পরিযায়ীদের ঘরে ফেরানোর অনুমতি দিতে অস্বীকার করছিল। এরপরই প্রধান বিচারপতির মন্তব্য,''আমরা কারও বিরুদ্ধে কিছু বলতে চাই না। কিন্তু বাংলায় পরিযায়ী পরিস্থিতি ঠিকমতো দেখা হয়নি।'' 

বাংলার পরিযায়ীদের দুরবস্থার কথা বলতে গিয়ে মহারাষ্ট্রের রত্নগিরি জেলায় আটকে থাকা ৩০ জন বাঙালি শ্রমিকের উদাহরণ দেন হাইকোর্টের প্রধান বিচারপতি। বলেন,''ওই শ্রমিকরা নিজেরা বাস ভাড়া করে বাড়ি ফিরেছিলেন। একজন শ্রমিকও রাজ্য সরকারের ভরসায় বসে থাকেননি।'' 

আরও পড়ুন- MLA-মৃত্যুতে রাষ্ট্রপতিকে নালিশ BJP-র, তদন্ত-রিপোর্ট নিয়ে যাচ্ছেন ডেরেকরা

.