বিহারের আদালতে আত্মঘাতী বিস্ফোরণে মৃত ৩, আহত অন্তত ১৬

Updated By: Jan 23, 2015, 02:14 PM IST
বিহারের আদালতে আত্মঘাতী বিস্ফোরণে মৃত ৩, আহত অন্তত ১৬

প্রজাতন্ত্র দিবসের আগে নাশকতার ঘটনা। শুক্রবার বিহারের আরা জেলায় আদালতে বিস্ফোরণে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী এক মাঝবয়সী মহিলা ব্যাগের মধ্যে বোমা নিয়ে আদালত চত্বরে ঢোকে। বাকি দুজনের সঙ্গে মৃত্যু হয়েছে ওই মহিলারও। জানা গিয়েছে কোনও এক আসামীর সঙ্গে দেখা করতে এ দিন আদালতে আসে ওই মহিলা। সেই আসামীকে আজ আদালতে পেশ করার কথা ছিল।

বিস্ফোরণে মৃত দুজনের মধ্যে একজন বিহার পুলিসের কনস্টেবল। আহতদের আদালত এলাকারই এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করছেন স্থানীয় পুলিস অফিসাররা। শুরু হয়ে গিয়েছে তদন্ত। বন্ধ করে দেওয়া হয়েছে আদালত চত্বরের সব দরজা। তল্লাসি চালানো হচ্ছে গোটা চত্বরে। তবে আদালত চত্বরে কোলাহলের সুযোগ নিয়ে দুজন আসামী আদালত চত্বর থেকে পালিয়ে গিয়েছে। এর মধ্যেই দুজন আসামীর খোঁজ শুরু হয়েছে।

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি মোবাইল ফোনও। খতিয়ে দেখা হচ্ছে ফোনটি।

 

.