শ্রীনগর-দিল্লি ইন্ডিগো ফ্লাইটে বোমাতঙ্ক, জারি সতর্কতা
শ্রীনগর থেকে দিল্লিমুখী বিমানে বোমাতঙ্ক। ইন্ডিগো ফ্লাইট 6E853 যেটি শ্রীনগর থেকে জন্মু হয়ে দিল্লিতে আসবে সেই ফ্লাইটেই বোমাতঙ্ক। ইন্ডিগো এয়ারলাইনের সদর দফতর চেন্নাইয়ে একটি ফোন কলে জানানো হয় ওই বিমানে বোমা আছে, এই খবর পাওয়ার পরই জারি হয় সতর্কতা। শুধু ইন্ডিগো ফ্লাইট 6E853-ই নয়, বোমা রয়েছে ইন্ডিগোর আরও ১০টি বিমানে, চেন্নাইয়ের কল সেন্টারে উড়ো ফোনে সে কথাও জানানো হয়েছে। সব জায়গায় জারি করা হয়েছে সতর্কতা।
ওয়েব ডেস্ক: শ্রীনগর থেকে দিল্লিমুখী বিমানে বোমাতঙ্ক। ইন্ডিগো ফ্লাইট 6E853 যেটি শ্রীনগর থেকে জন্মু হয়ে দিল্লিতে আসবে সেই ফ্লাইটেই বোমাতঙ্ক। ইন্ডিগো এয়ারলাইনের সদর দফতর চেন্নাইয়ে একটি ফোন কলে জানানো হয় ওই বিমানে বোমা আছে, এই খবর পাওয়ার পরই জারি হয় সতর্কতা। শুধু ইন্ডিগো ফ্লাইট 6E853-ই নয়, বোমা রয়েছে ইন্ডিগোর আরও ১০টি বিমানে, চেন্নাইয়ের কল সেন্টারে উড়ো ফোনে সে কথাও জানানো হয়েছে। সব জায়গায় জারি করা হয়েছে সতর্কতা।
ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমান বন্দরে বিমান অবতরণের সঙ্গে সঙ্গেই বোম্ব স্কোয়াডরা বিমানটিতে তল্লাশি চালাবে বলেই ইন্ডিগো কতৃপক্ষের দাবি।