5G roll-out: Boeing-র ক্লিয়ারেন্সের পর আমেরিকায় উড়ে গেল এয়ার ইন্ডিয়ার প্রথম ফ্লাইট

এয়ার ইন্ডিয়া বুধবার থেকে ভারত-মার্কিন রুটে আটটি ফ্লাইট বাতিল করেছে

Updated By: Jan 20, 2022, 12:36 PM IST
5G roll-out: Boeing-র ক্লিয়ারেন্সের পর আমেরিকায় উড়ে গেল এয়ার ইন্ডিয়ার প্রথম ফ্লাইট
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: বোয়িং (Boeing) এয়ার ইন্ডিয়াকে (Air India) তাদের B777 বিমান ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্রে যাত্রী পরিবহন করার অনুমতি দিয়েছে। সেই অনুযায়ী, বৃহস্পতিবার সকালে প্রথম ফ্লাইটটি নিউইয়র্কের (New York) জেএফকে আন্তর্জাতিক বিমানবন্দরের (JFK International Airport) উদ্দেশ্যে উড়ে যায়। উত্তর আমেরিকায় 5G ইন্টারনেট ব্যবহার শুরুর কারণে এয়ার ইন্ডিয়া বুধবার থেকে ভারত-মার্কিন রুটে আটটি ফ্লাইট বাতিল করেছে। তাদের বক্তব্য অনুযায়ী 5G- ব্যবস্থা বিমানের নেভিগেশন সিস্টেমে হস্তক্ষেপ করতে পারে।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, "দিনে উড়ে যাওয়া অন্যান্য ফ্লাইটগুলির ব্যবস্থা নিয়ে কাজ করা হচ্ছে যা শিকাগো এবং SFO-তে আটকে পড়া যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য। মার্কিন যুক্তরাষ্ট্রে B777 ফ্লাইট সংক্রান্ত বিষয়টি সমাধান করা হয়েছে।"

ইউএস এভিয়েশন রেগুলেটর ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) ১৪ জানুয়ারী জানিয়েছিল যে "বিমানের রেডিও অল্টিমিটারের সঙ্গে 5G হস্তক্ষেপ, ইঞ্জিন এবং ব্রেকিং সিস্টেমগুলিকে অবতরণ মোডে স্থানান্তরিত হতে বাধা দিতে পারে, যা একটি বিমানকে রানওয়েতে থামতে বাধা দিতে পারে"।

আরও পড়ুন: “নির্বাচনমুখী রাজ্যে বেড়েছে বেকারত্ব”, দাবি BJP-র Varun Gandhi-র

অল্টিমিটার মাটির উপরে বিমানের উচ্চতা পরিমাপ করে। যে ব্যান্ডে অল্টিমিটার কাজ করে সেটি 5G সিস্টেমের কাছাকাছি।

বর্তমানে, তিনটি ক্যারিয়ার, আমেরিকান এয়ারলাইনস, ডেল্টা এয়ারলাইনস এবং এয়ার ইন্ডিয়া, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.