গাছে ঝুলছে দুই বোনের মৃতদেহ, নয়ডায় চাঞ্চল্য

দুই বোনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নয়ডার বারোলা গ্রামে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তদন্ত। দুই বোন আত্মহত্যা করেছে না তাদের খুন করা হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। 

Updated By: Dec 26, 2017, 02:53 PM IST
গাছে ঝুলছে দুই বোনের মৃতদেহ, নয়ডায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদন : দুই বোনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল নয়ডার বারোলা গ্রামে। ঘটনার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তদন্ত। দুই বোন আত্মহত্যা করেছে না তাদের খুন করা হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত। 

রিপোর্টে প্রকাশ, মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের বুন্দেলসর জেলার বারোলা গ্রামে উদ্ধার করা হয় লক্ষ্মী এবং নিশা নামে দুই কিশোরীর মৃতদেহ। ভোরবেলা গাছের ডালে আচমকাই লক্ষ্মী এবং নিশার মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে হাজির হয়ে পুলিস মৃতদেহ উদ্ধার করে।
বারোলার বাসিন্দা ভূষণ বাল্মীকির দুই কিশোরী কন্যা আত্মহত্যা করেছে বলেই প্রাথমিক তদন্তের পর মনে করছে পুলিস। তবে, কী কারণে ওই দুই কিশোরী একযোগে আত্মহত্যা করল, তা নিয়ে শুরু হয়েছে ধন্দ। তবে একই বাড়ির ওই দুই কিশোরীকে খুনও করা হতে পারে বলে অনুমান করছে পুলিসের একাংশ।

 

.