বোধগয়া বিস্ফোরণে ২ সন্দেহভাজন আটক

বোধগয়া বিস্ফোরণে বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা। রবিবার বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দু`জনকে আটক করল এনআইএ। গত মাসে বিহারের বুদ্ধ মন্দিরে ধারাবাহিক বিস্ফোরণে তদন্তের এটা বড় অগ্রগতি বলে দাবি করছেন গোয়েন্দারা।

Updated By: Aug 18, 2013, 05:34 PM IST

বোধগয়া বিস্ফোরণে বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা। রবিবার বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দু`জনকে আটক করল এনআইএ। গত মাসে বিহারের বুদ্ধ মন্দিরে ধারাবাহিক বিস্ফোরণে তদন্তের এটা বড় অগ্রগতি বলে দাবি করছেন গোয়েন্দারা।
এ দিন বিহারের দারভাঙ্গা জেলা থেকে দু`জনকে আটক করা হয়। এর আগে অরূপ ব্রহ্মচারি নামে একজনকে পুলিস গ্রেফতার করে। পশ্চিমবঙ্গের বসিন্দা অরূপ দীর্ঘদিন ধরে বোধগয়ায় থাকতেন।
গত ৭ জুলাই ধারবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে বোধগয়ার বুদ্ধ মন্দির। পরপর ১০টা বিস্ফোরণ হয় মন্দির চত্বরে। আহত হন ২ জন সন্যাসী। ৩টি তাজা বোমা উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে।

.