বোধগয়া বিস্ফোরণে ২ সন্দেহভাজন আটক
বোধগয়া বিস্ফোরণে বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা। রবিবার বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দু`জনকে আটক করল এনআইএ। গত মাসে বিহারের বুদ্ধ মন্দিরে ধারাবাহিক বিস্ফোরণে তদন্তের এটা বড় অগ্রগতি বলে দাবি করছেন গোয়েন্দারা।
বোধগয়া বিস্ফোরণে বড় সাফল্য পেল জাতীয় তদন্তকারী সংস্থা। রবিবার বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে দু`জনকে আটক করল এনআইএ। গত মাসে বিহারের বুদ্ধ মন্দিরে ধারাবাহিক বিস্ফোরণে তদন্তের এটা বড় অগ্রগতি বলে দাবি করছেন গোয়েন্দারা।
এ দিন বিহারের দারভাঙ্গা জেলা থেকে দু`জনকে আটক করা হয়। এর আগে অরূপ ব্রহ্মচারি নামে একজনকে পুলিস গ্রেফতার করে। পশ্চিমবঙ্গের বসিন্দা অরূপ দীর্ঘদিন ধরে বোধগয়ায় থাকতেন।
গত ৭ জুলাই ধারবাহিক বিস্ফোরণে কেঁপে ওঠে বোধগয়ার বুদ্ধ মন্দির। পরপর ১০টা বিস্ফোরণ হয় মন্দির চত্বরে। আহত হন ২ জন সন্যাসী। ৩টি তাজা বোমা উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে।