নীল তিমির ভয়ানক কীর্তি, শুনলে শিউরে উঠবেন
ওয়েব ডেস্ক : ফের থাবা বসাল নীল তিমি। ঘটনাস্থল এবার উত্তর প্রদেশ। সূত্রের খবর, অনলাইন গেম ব্লু হোয়েলের চক্করে পড়ে হামিরপুরে উদ্ধার করা হয় বছর ১৩-র পার্থ সিং নামে এক কিশোরের মৃতদেহ।
পুলিশ সূত্রে খবর, মৃতদেহ উদ্ধারের সময় দেখা যায়, ক্লাস সিক্সের ওই ছাত্রের হাতে ধরা রয়েছে তার বাবার মোবাইল ফোন। ব্লু হোয়েল চ্যালেঞ্জ খেলতে গিয়ে ৫০ ধাপ পার করার পর আত্মহত্যা করে ওই কিশোর।
জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই মোবাইলে ব্লু হোয়েল খেলতে শুরু করে হামিরপুরের ওই কিশোর। বাবা-মা না করলে, প্রথমে কিছুটা থেমে থাকলেও, বাবা ঘুমিয়ে পড়লে তাঁর মোবাইল নিয়ে সে খেলতে শুরু করে। কিম্বা বাবা বাড়িতে না থাকাকালীনও তাঁর মোবাইল নিয়ে নীল তিমি খুঁজতে শুরু করে ক্লাস সিক্সের ওই ছাত্র।
রবিবার এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে যাবে বলে, নিজেকে ঘরের মধ্যে আটকে ফেলে ওই কিশোর। বেশ কিছুক্ষণ পার্থর সাড়াশব্দ না পাওয়ায়, তার বাবা বিক্রম সিং ডাকাডাকি শুরু করেন। কিন্তু, শব্দ না পেয়ে, দরজা ভেঙে ঘরে ঢুকলে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রের মৃতদেহ।