প্রজাতন্ত্র দিবসের কড়া নিরাপত্তায় বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল রাজস্থান

প্রজাতন্ত্র দিবসে দেশজুড়ে কড়া নিরাপত্তা। এরই মাঝে আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল রাজস্থানের বারমেঢ়। তবে নাশকতা নয়, দুর্ঘটনা। বারমেঢ়ের গুগরির ওপর দিয়ে যাওয়ার পথে যুদ্ধবিমান থেকে আচমকাই পড়ে যায় ৫টি বোমা। জানা গেছে বায়ুসেনার একটি বিমান এলাকায় রুটিন উড়ানের জন্য গিয়েছিল। বিস্ফোরণের অভিঘাতে প্রায় ১০ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা কেঁপে ওঠে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কয়েকটি বাড়িতেও ফাটল ধরেছে। তবে হতাহতের খবর নেই। বায়ুসেনার বিবৃতিতে দাবি, আজ সকালে এলাকায় একটি বেলুন আকারের বস্তু তাদের রাডারে ধরা পড়ে। সেই বস্তুটির খোঁজেই যুদ্ধবিমান পাঠানো হয়েছিল। ঘটনার তদন্তে বারমেঢ়ের গুগরিতে বায়ুসেনার একটি দল পাঠানো হয়েছে।

Updated By: Jan 26, 2016, 10:52 PM IST
প্রজাতন্ত্র দিবসের কড়া নিরাপত্তায় বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল রাজস্থান

ওয়েব ডেস্ক: প্রজাতন্ত্র দিবসে দেশজুড়ে কড়া নিরাপত্তা। এরই মাঝে আচমকা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল রাজস্থানের বারমেঢ়। তবে নাশকতা নয়, দুর্ঘটনা। বারমেঢ়ের গুগরির ওপর দিয়ে যাওয়ার পথে যুদ্ধবিমান থেকে আচমকাই পড়ে যায় ৫টি বোমা। জানা গেছে বায়ুসেনার একটি বিমান এলাকায় রুটিন উড়ানের জন্য গিয়েছিল। বিস্ফোরণের অভিঘাতে প্রায় ১০ কিলোমিটার ব্যাসার্ধের এলাকা কেঁপে ওঠে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কয়েকটি বাড়িতেও ফাটল ধরেছে। তবে হতাহতের খবর নেই। বায়ুসেনার বিবৃতিতে দাবি, আজ সকালে এলাকায় একটি বেলুন আকারের বস্তু তাদের রাডারে ধরা পড়ে। সেই বস্তুটির খোঁজেই যুদ্ধবিমান পাঠানো হয়েছিল। ঘটনার তদন্তে বারমেঢ়ের গুগরিতে বায়ুসেনার একটি দল পাঠানো হয়েছে।

.