আলোচনার আশা ভঙ্গ করতেই জম্মু-কাশ্মীরে হামলা: নরেন্দ্র মোদী

জম্মু-কাশ্মীরে সেনা ছাউনিতে জঙ্গি হানায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৭ জন সেনা, ৩ পুলিস অফিসার নিহত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬ জঙ্গিরও। আহত হয়েছেন ৭ গ্রামবাসী। শুক্রবার ভোরে জম্মু-কাশ্মীরের বারমুল্লাহ জেলার ইউআরআই সেক্টরের মোহরা রেজিমেন্টের ৩১ ফিল্ড ক্যাম্পে হামলা চালায় ৬ জঙ্গি। তাদের সকলেরই মৃত্যু হয়েছে। সেইসঙ্গেই আরও ৩ জায়গায় নতুন করে হামলার খবর এসেছে। এখনও চলছে গুলির লড়াই।

Updated By: Dec 5, 2014, 08:32 PM IST
আলোচনার আশা ভঙ্গ করতেই জম্মু-কাশ্মীরে হামলা: নরেন্দ্র মোদী

শ্রীনগর: কাশ্মীরের কালো দিন। একসঙ্গে পাহাড়ের চার যায়গায় হামলা চালাল জঙ্গিরা। কাশ্মীর হামলার LIVE UPDATE:

৬টা ২৫: জম্মু-কাশ্মীরের হামলার সমালোচনা করলেন নরেন্দ্র মোদী। পাকিস্তান ও ভারতের শান্তি আলোচনার সম্ভাবনার পরিবেশ নষ্ঠ করতেই এই হামলা চালানো হয়েছে বলে মনে করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী টুইট করেন

৪টে ২০: পুলওয়ামায় গ্রেনেড হামলায় আহত হয়েছে ৭ জন। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে বলে খবর।

৪টে ০৫: কাশ্মীরের হামলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা সেনা প্রধান দলবীর সিংয়ের।

৩টে ৫৫: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কীরণ রিজিজু জানিয়েছেন, জঙ্গি হামলার কড়া জবাব দিচ্ছে জওয়ানরা।

৩টে ৪০: জম্মু-কাশ্মীরে চতুর্থ হামলার ঘটনা ঘটল একদিনে। তারাল এলাকায় একটি বাস স্ট্যান্ডে গ্রেনেড হামলা হয়েছে। এখনও পর্যন্ত ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

৩টে ২০: একইদিনে চার যায়গায় জঙ্গি হামলার জন্য নির্বাচনের আগে চুড়ান্ত সতর্কতা জারি করল প্রশাসন। ৯ ডিসেম্বর জম্মু-কাশ্মীরে তৃতীয় দফা নির্বাচন হওয়ার কথা।

LEAD STORY:

বিকেল ৩টে: উড়ি সেক্টরে জঙ্গি হামলায় ১৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা IANS। তাঁদের মধ্যে ৭ জন সেনা জওয়ান। রয়েছেন লেফটেনেন্ট কন্ট্রোলার ও জুনিয়র কমিশনড অফিসার ও অপর তিন জন পুলিসকর্মী। পুলিসের পালটা গুলিতে প্রাণ হারিয়েছে ৬ জন জঙ্গিও।
জম্মু-কাশ্মীরে সেনা ছাউনিতে জঙ্গি হানায় ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৭ জন সেনা, ৩ পুলিস অফিসার নিহত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬ জঙ্গিরও। আহত হয়েছেন ৭ গ্রামবাসী। শুক্রবার ভোরে জম্মু-কাশ্মীরের বারমুল্লাহ জেলার ইউআরআই সেক্টরের মোহরা রেজিমেন্টের ৩১ ফিল্ড ক্যাম্পে হামলা চালায় ৬ জঙ্গি। তাদের সকলেরই মৃত্যু হয়েছে। সেইসঙ্গেই আরও ৩ জায়গায় নতুন করে হামলার খবর এসেছে। এখনও চলছে গুলির লড়াই।

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলা শুরুর পরই এএসআই র‍্যাঙ্কের দুই পুলিস অফিসার শিবিরে ছুটে যান। প্রায় সঙ্গে সঙ্গেই প্রাণ হারান তারা। সেনারা জঙ্গিদের শিবিরে ঢুকতে বাধা দিলে শুরু হয় দুই পক্ষের গুলির লড়াই। জম্মু-কাশ্মী তৃতীয় দফায় ভোটগ্রহণের আগে আগামী ৮ ডিসেম্বর শ্রীনগরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ঠিক ৩ দিন আগেই সেনা শিবিরে হামলা চালাল জঙ্গিরা।

প্রথম দুই দফা ভোটে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। মানুষের ভোটদানে উত্‍সাহও ছিল উল্লেখযোগ্য।

.