রাষ্ট্রসঙ্ঘে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিয়ে মস্ত ভুল করেছে ভারত: স্বামী

দলের অবস্থানের বিপরীতে হাঁটলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী।  

Updated By: Dec 22, 2017, 09:32 PM IST
রাষ্ট্রসঙ্ঘে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভোট দিয়ে মস্ত ভুল করেছে ভারত: স্বামী

নিজস্ব প্রতিবেদন: দলের উল্টো অবস্থানে হাঁটলেন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। তাঁর বক্তব্য, জেরুসালেম নিয়ে রাষ্ট্রসঙ্ঘে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দিয়ে 'বড় ভুল' করেছে ভারত।

টুইটারে সুব্রহ্মণ্যম স্বামী লিখেছেন,''রাষ্ট্রসঙ্ঘে প্যালেস্তাইন-পন্থী প্রস্তাবে ভোট দেওয়ার সিদ্ধান্ত জাতীয় স্বার্থ বিরোধী। কাশ্মীর ইস্যু ও ইসলামিক সন্ত্রাস হামলার ঘটনায় কোনওদিনই ভারতকে সমর্থন করেনি প্যালেস্তাইন। অন্যদিকে সবসময় ভারতের পাশে ছিল ইজরায়েল।'' 

আরও পড়ুন- গুজরাটে উল্টে গেল ইভিএমবাহী ট্রাক, ষড়যন্ত্রের ইঙ্গিত হার্দিক প্যাটেলের

  বিজেপি সাংসদ আরও বলেন, ''পশ্চিমী জেরুসালেমে দূতাবাস সরাতে চেয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়ে মস্ত ভুল করেছে ভারত। বর্তমানে পবিত্র জেরুসালেম শহরকে বিভক্ত করেছে রাষ্ট্রসঙ্ঘ। পশ্চিম জেরুসালেম ইজরায়েলের অংশ। সুতরাং সেখানে দূতাবাস থাকতে পারে।''         

 

স্বামীর কথার প্রতিধ্বনিই দেখা গিয়েছে নেটিজেনদের ভাবনা। টুইটারে বহু সংখ্যক মানুষ ভারতের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এহেন পদক্ষেপের সমালোচনা করেছেন গেরুয়া শিবিরের লোকজনই। 

 

.