বিজেপি নেতা-কর্মীদের উপরে লাঠিচার্জের অভিযোগ যোগীর পুলিসের বিরুদ্ধে

Updated By: Oct 29, 2017, 04:17 PM IST
বিজেপি নেতা-কর্মীদের উপরে লাঠিচার্জের অভিযোগ যোগীর পুলিসের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন: লখনউয়ের তখতে বিজেপি সরকার। তবুও গেরুয়া শিবিরের কর্মীদের খেতে হল পুলিসের লাঠির ঘা। এনিয়েই ক্ষোভ বিজেপির যুব মোর্চার অন্দরে। তাদের দাবি, উত্তরপ্রদেশের ক্রীড়ামন্ত্রী চেতন চৌহানের সঙ্গে দেখা করতে ল্যান্ড মার্ক হোটেলের বাইরে জড়ো হয়েছিলেন নেতাকর্মীরা। সেখানেই তাঁদের মারধর করা বলে অভিযোগ।
 

বিজেপির দাবি, পুলিশ কর্মীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে। এনিয়ে বিক্ষোভও দেখান যুব বিজেপির সদস্যরা। এ ব্যাপারে অবশ্য যোগী সরকারের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

কানপুরের পুলিশ সুপারের কথায়, ''আমরা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছি। ইচ্ছাকৃতভাবে লাঠিচার্জ করা হলে কড়া পদক্ষেপ করা হবে।''

আরও পড়ুন,  গুজরাট ভোটের আগে মোদীর মনের কথায় শুধুই বল্লভভাই

.