মথুরা পুরনিগমের নির্বাচনের লাকি ড্র-এ জয়ী বিজেপি প্রার্থী
শুক্রবার সকাল থেকে উত্তরপ্রদেশের ১৬টি পুরনিগম নির্বাচনে ভোটগণনা শুরু হয়েছে। ইতিমধ্যেই ১৬টি নিগমের মধ্যে ১৩টিতে এগিয়ে রয়েছে বিজেপি। জয় পেয়েছে মথুরা পুরনিগমে। অন্যদিকে, বহুজন সমাজ পার্টি ২টি পুরনিগমে এগিয়ে রয়েছে।
নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট মাঝেমধ্যেই টাই গেমের কথা শোনা যায়। কুইজ প্রতিযোগিতাতেও আকছার শোনা যায় টাই শব্দটি। এমনকি ফুটবল ম্যাচেও টাইব্রেকারের মাধ্যমে হয় ফয়সলা। কিন্তু, ভোটের ফলে 'টাই' শব্দটি নেহাতই বিরল। উত্তরপ্রদেশ পুরভোটে এমনই বিরল ঘটনার সাক্ষী থাকল কৃষ্ণের শহর মথুরা। অবশেষে লাকি ড্র-এর মাধ্যমে ওই আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী।
আরও পড়ুন- উত্তর প্রদেশে সবকটি পুরসভাই জিততে চলেছে বিজেপি, ইঙ্গিত বুথফেরত সমীক্ষার
শুক্রবার সকাল থেকে উত্তরপ্রদেশের ১৬টি পুরনিগম নির্বাচনে ভোটগণনা শুরু হয়েছে। ইতিমধ্যেই ১৬টি নিগমের মধ্যে ১৩টিতে এগিয়ে রয়েছে বিজেপি। জয় পেয়েছে মথুরা পুরনিগমে। অন্যদিকে, বহুজন সমাজ পার্টি ২টি পুরনিগমে এগিয়ে রয়েছে।
প্রসঙ্গত, মথুরায় নজরকাড়া লড়াই ছিল বিজেপি প্রার্থী মীরা আগরওয়ালের সঙ্গে কংগ্রেস প্রার্থীর। গণনা শেষে দেখা যায় বিজেপি ও কংগ্রেস প্রার্থী ৮৭৪টি করে ভোট পেয়েছেন। এরপরই সেখানে লাকি ড্রয়ের মাধ্যমে হার-জিত নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। তাতে জয়ী হন বিজেপি প্রার্থী মীরা আগরওয়াল।