দিল্লির ভবিষ্যৎ চাপা বিজেপির অন্দরে

দিল্লিতে সরকার গড়া নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি জানিয়েছেন, দলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিজেপি সূত্রে খবর, দলের অন্দরে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিধানসভায় সংখ্যগরিষ্ঠতা প্রমাণ কীভাবে হবে, তা নিয়ে জোর আলোচনা চলছে।

Updated By: Sep 6, 2014, 02:54 PM IST
দিল্লির ভবিষ্যৎ চাপা বিজেপির অন্দরে

নয়াদিল্লি: দিল্লিতে সরকার গড়া নিয়ে মুখে কুলুপ এঁটেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি জানিয়েছেন, দলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বিজেপি সূত্রে খবর, দলের অন্দরে আলোচনা শুরু হয়ে গিয়েছে। বিধানসভায় সংখ্যগরিষ্ঠতা প্রমাণ কীভাবে হবে, তা নিয়ে জোর আলোচনা চলছে।

সাউথ ব্লক সূত্রে খবর, স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দিল্লিতে সরকার গড়তে রাজ্যপালকে উদ্যোগ নিতে বলা হয়। সরকার গড়ার জন্য ডাকা হতে পারে বিজেপিকে। একক গরিষ্ঠ দলকে সরকার গঠনের জন্য ডাকতে চেয়ে রাষ্ট্রপতিকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন দিল্লির উপ রাজ্যপাল নাজিব জং। রাষ্ট্রপতির অনুমতি মিললে বিধানসভায় গরিষ্ঠতা প্রমাণ করতে হবে বিজেপিকে।

 

.