শিন্ডেকে বয়কটের পথে বিজেপি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডেকে বয়কটের সিদ্ধান্ত নিল বিজেপি। শুক্রবার রাজনাথ সিংয়ের নেতৃত্বে বিজেপির কোর গ্রুপের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপি নেতৃত্ব পরিস্কার জানিয়ে দিয়েছে, লোকসভার নেতা শিন্ডের কোনও বার্তার প্রাপ্তি স্বীকার করবে না দল। তাঁর আহ্বানে কোনও বৈঠকেও যোগ দেবেন না বিজেপি সাংসদরা।

Updated By: Feb 2, 2013, 09:06 AM IST

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডেকে বয়কটের সিদ্ধান্ত নিল বিজেপি। শুক্রবার রাজনাথ সিংয়ের নেতৃত্বে বিজেপির কোর গ্রুপের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপি নেতৃত্ব পরিস্কার জানিয়ে দিয়েছে, লোকসভার নেতা শিন্ডের কোনও বার্তার প্রাপ্তি স্বীকার করবে না দল। তাঁর আহ্বানে কোনও বৈঠকেও যোগ দেবেন না বিজেপি সাংসদরা।
গেরুয়া সন্ত্রাস নিয়ে শিন্ডের মন্তব্যের প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। প্রধান বিরোধী দলের দাবি, তাঁর মন্তব্যের জন্য শিন্ডে দুঃখপ্রকাশ না করা পর্যন্ত এই বয়কট জারি থাকবে। এর ফলে আসন্ন বাজেট অধিবেশনে শিন্ডের পক্ষে সভার কাজ চালানো কঠিন হতে পারে। যদিও বিজেপি জানিয়েছে, লোকসভায় শিন্ডে কোনও বক্তব্য রাখার সময় তাঁকে বাধা দেওয়া হবে না। কিন্তু একই সঙ্গে বিজেপি সভাপতি রাজনাথ সিং স্পষ্ট করে দিয়েছেন, সংসদের মধ্যেও শিন্ডের মন্তব্যের বিষয়টি নিয়ে তাঁরা সরব হবেন।

.