রাজ্যপালের কাছ থেকে রাজ্যের রিপোর্ট নেবেন রাষ্ট্রপতি, জানালেন কৈলাস বিজয়বর্গীয়
"নবরাত্রির ৯ দিনে রাজ্যে ১০ জন বিজেপি কার্যকর্তা খুন হয়েছেন।"
![রাজ্যপালের কাছ থেকে রাজ্যের রিপোর্ট নেবেন রাষ্ট্রপতি, জানালেন কৈলাস বিজয়বর্গীয় রাজ্যপালের কাছ থেকে রাজ্যের রিপোর্ট নেবেন রাষ্ট্রপতি, জানালেন কৈলাস বিজয়বর্গীয়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/10/15/213517-index.jpg)
নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের সামগ্রিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির কাছে দরবার করল বিজেপি নেতৃত্ব। কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে এদিন রাষ্ট্রপতিভবনে যায় বিজেপির ৭ জনের একটি প্রতিনিধি দল। সেই দলে ছিলেন সাংসদ দেবশ্রী চৌধুরী, সাংসদ অর্জুন সিং, সাংসদ এসএস আলুওয়ালিয়া, রাজ্যসভার সাংসদ স্বপন দাশগুপ্ত ও বিজেপি নেতা মুকুল রায়।
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে বেরিয়ে কৈলাস বিজয়বর্গীয় বলেন, রাষ্ট্রপতিকে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতির কথা সবিস্তারে জানানো হয়েছে। তিনি অভিযোগ করেন, নবরাত্রির ৯ দিনে রাজ্যে ১০ জন বিজেপি কার্যকর্তা খুন হয়েছেন। গত পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে ব্যাপক হিংসা হয়েছে। রক্ত ঝরেছে।
আরও পড়ুন, 'কার্নিভালের দিন আমায় অপমান করেছে রাজ্য, চোখে জল এসে গিয়েছিল', জানালেন ব্যথিত রাজ্যপাল
বিজয়বর্গীয় বলেন, এখন সামনেই পুরসভা নির্বাচন আসছে। সেখানে যেন একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, তা নিশ্চিত করা প্রয়োজন। আর তাই তাঁদের রাষ্ট্রপতির কাছে দরবার। তিনি জানান, রাষ্ট্রপতি তাঁদের সবকথা শুনেছেন ও রাজ্যপালের কাছ থেকে সব রিপোর্ট নেবেন বলে আশ্বস্ত করেছেন। আজ রাষ্ট্রপতির হাতে একটি স্মারকলিপিও তুলে দিয়েছে বিজেপি প্রতিনিধি দল।