হরিয়ানায় সরকার গড়ার পথে বিজেপি
হরিয়ানায় মোদী হাওয়াই অব্যাহত। সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন একপ্রকার নিশ্চিত। প্রথম দিকের রায়ের গতি দেখে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ৯০টির মধ্যে ৫০ টি আসনে জয় পেতে চলছে বিজেপি। এই প্রথমবার হরিয়ানায় একক সংখ্যা গরিষ্ঠতায় ক্ষমতায় আসছে বিজেপি।
চণ্ডীগড়: হরিয়ানায় মোদী হাওয়াই অব্যাহত। সেখানে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন একপ্রকার নিশ্চিত। প্রথম দিকের রায়ের গতি দেখে এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ৯০টির মধ্যে ৫০ টি আসনে জয় পেতে চলছে বিজেপি। এই প্রথমবার হরিয়ানায় একক সংখ্যা গরিষ্ঠতায় ক্ষমতায় আসছে বিজেপি।
ইতিমধ্যে হরিয়ানায় জয়ের উৎসবেমেতে উঠেছেন বিজেপি সমর্থকেরা। ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা অনিল ভিজ অম্বালা ক্যান্টনমেন্ট থেকে ১৫ হাজার ৪৬২ ভোটে জয়ী হয়েছেন। হিসারে ভারতীয় জনতা পার্টির নেতা অভিমন্যু বলেন, ""আমরাই হরিয়ানায় সরকার গড়ব। আমরা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাব হরিয়ানার ভোটে।''
মহারাষ্ট্রের পাশাপাশি, হরিয়ানা বিধানসভা নির্বাচনেও আজ ভোটগণনা। ভোট পূর্ববর্তী জোট না হওয়ায়, এখানেও এককভাবে লড়েছে মূল রাজনৈতিক দলগুলি। তবে ভোট পরবর্তী সমীক্ষা বলছে, পরপর দুদফায় সফলভাবে সরকার চালানোর পর, এবার সরতে হচ্ছে কংগ্রেসের মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুদাকে। দিল্লির গা ঘেঁষা এই জাঠরাজ্যে বিজেপি একক ক্ষমতায় সরকার গড়তে চলেছে বলেই ইঙ্গিত দিয়েছিল একাধিক সমীক্ষায় ইঙ্গিত মিলেছে।