Assembly Elections Result: বিজেপিতেই ভরসা রাখল ত্রিপুরা, নাগাল্যান্ড; মেঘালয়ে ত্রিশঙ্কু
ত্রিপুরা বামফ্রন্টের ভোট আরও কমল। এবারও খাতা খুলতে পারল না তৃণমূল।
![Assembly Elections Result: বিজেপিতেই ভরসা রাখল ত্রিপুরা, নাগাল্যান্ড; মেঘালয়ে ত্রিশঙ্কু Assembly Elections Result: বিজেপিতেই ভরসা রাখল ত্রিপুরা, নাগাল্যান্ড; মেঘালয়ে ত্রিশঙ্কু](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/03/02/408968-soumitra.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: নতুন কিছুই হল না! উত্তর-পূর্ব তিন রাজ্যেই বিধানসভা ভোটের ফল প্রত্যাশিতই। ত্রিপুরা ও নাগাল্যান্ডে ফের ক্ষমতায় বিজেপি। মেঘালয়েই বিধানসভায় ত্রিশঙ্কু। ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি কোনও দলই।
ত্রিপুরা বামফ্রন্টের ভোট আরও কমল। এবার খাতাই খুলতে পারল না তৃণমূল। ৬০ আসনের বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ৩৩টি আসন। ৩১টি আসনে জিতেছে বিজেপি ও আইপিএফটির জোট। গতবার ৪৪ আসনে জিতে ক্ষমতায় এসেছিল তাঁরা। তাহলে? ত্রিপুরায় প্রথমবার ভোটে লড়েই ১৩টি দখল করেছে রাজার দল তিপ্রা মাথা। প্রধান বিরোধী দল হিসেবে উঠে এসেছে তারা।
পালাবদল ঘটেনি নাগাল্যান্ডেও। গত বিধানসভা ভোটে স্থানীয় দল এনডিপিপি জোট বেঁধে সরকার গড়েছিল বিজেপি। পদ্ম ফুটল এবারও। মেঘালয়ে গত কয়েকটি বিধানসভা নির্বাচনের ধারা অব্যাহত রেখে এ বছর আবার তৈরি হয়েছে ত্রিশঙ্কু পরিস্থিতি। তবে ফল প্রকাশের পর ইতিমধ্যেই সরকার গড়ার তোড়জোড় শুরু করে দিয়েছে গেরুয়াশিবির।