দিল্লির বিজেপি বিধায়ককে লক্ষ্য করে চলল গুলি

দিল্লির বিবেক বিহারে বিজেপি বিধায়ককে জীতেন্দ্র সিং সান্টিকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। পরপর গুলি চালানো হলেও অল্পের জন্যে রক্ষা পেলেন শাহদারা কেন্দ্রের বিধায়ক। ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ বারবার কলিং বেল বাজতে থাকায় দরজা খুলে বেরিয়ে আসেন বিধায়ক। হেলমেট পড়া এক ব্যক্তি কিছু কাগজপত্র এগিয়ে দিয়ে তাঁকে তা অ্যাটেস্ট করে দিতে অনুরোধ জানান।

Updated By: Sep 3, 2014, 11:39 AM IST
দিল্লির বিজেপি বিধায়ককে লক্ষ্য করে চলল গুলি

ওয়েব ডেস্ক: দিল্লির বিবেক বিহারে বিজেপি বিধায়ককে জীতেন্দ্র সিং সান্টিকে লক্ষ্য করে গুলি চালাল দুষ্কৃতীরা। পরপর গুলি চালানো হলেও অল্পের জন্যে রক্ষা পেলেন শাহদারা কেন্দ্রের বিধায়ক। ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনা। আজ সকাল সাড়ে পাঁচটা নাগাদ বারবার কলিং বেল বাজতে থাকায় দরজা খুলে বেরিয়ে আসেন বিধায়ক। হেলমেট পড়া এক ব্যক্তি কিছু কাগজপত্র এগিয়ে দিয়ে তাঁকে তা অ্যাটেস্ট করে দিতে অনুরোধ জানান।

কাগজপত্রে সই করতে গেলে পিস্টল বার করে ওই ব্যক্তি। বাধা দেন বিধায়ক। দুষ্কৃতীর সঙ্গে ধস্তাধস্তিও হয় তাঁর। বিজেপি বিধায়ককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতী। অল্পের জন্য রক্ষা পান বিধায়ক। এরপরই দুষ্কৃতী পালিয়ে যায়। জীতেন্দ্র সিং সান্টি জানিয়েছেন, হেলমেট পড়ে থাকায় তিনি ওই দুষ্কৃতীকে চিনতে পারেননি। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিস। পরীক্ষা করে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

.