ভোটপ্রচারে বিজেপি বিধায়ককে জুতোর মালা পরিয়ে স্বাগত! দেখুন ভিডিও

নিজস্ব প্রতিবেদন: মধ্যপ্রদেশে জমে উঠেছে ভোটপ্রচার। এর মধ্যেই প্রচার বেরিয়ে বিড়ম্বনার মুখে পড়লেন বিজেপির বিধায়ক দিলীপ শেখাওয়াত। এবারও প্রার্থী হয়েছেন। প্রচারে বেরিয়ে জুতোর মালা পরলেন দিলীপ শেখাওয়াত। সোমবার বিকেলের এই ঘটনায় হতচকিত হয়ে পড়েন বিজেপি কর্মীরা। 

নাগাদা কাচরোদের বিধায়ক দিলীপ শেখাওয়াত। ওই কেন্দ্রেই ফের প্রার্থী হয়েছেন তিনি। সোমবার বিকেলে বেরিয়ে ছিলেন প্রচারে। গলায় মালা পরিয়ে বিধায়ককে স্বাগত জানান দলের কর্মীরা। ঠিক তখনই বিজেপির টুপি পরে ঘাপটি মেরেছিলেন এক ব্যক্তি। হাতে লুকিয়ে রেখেছিলেন জুতোর মালা। বিজেপি বিধায়ক কাছাকাছি আসতেই সেই মালা পরিয়ে দেন তাঁর গলায়। ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ভিডিওতেই দেখা যাচ্ছে, বিজেপির টুপি পরা ওই ব্যক্তি জুতোর মালা পরানোর পর দৃশ্যত বিড়ম্বনার মুখে পড়েন দিলীপ শেখাওয়াত। জুতোর মালাটি ছুড়ে তেড়ে যান ওই বিজেপি কর্মীর দিকে। 

রাজনৈতিক নেতাদের দিকে জুতো বা কালি ছোড়ার অভিযোগ আগেও উঠেছে। এই ঘটনা নতুন নয়। রাজনীতিকদের নিয়ে উষ্মা থাকলে এভাবেই অনেকেই প্রতিবাদ জানান। এক্ষেত্রে রোষের মুখে পড়লেন বিজেপি বিধায়ক।   

প্রসঙ্গত, আগামী ২৮ নভেম্বর মধ্যপ্রদেশ বিধানসভার ভোটগ্রহণ। ২৩০টি আসনের জনাদেশ জানা যাবে ১১ ডিসেম্বর। ওই রাজ্যে ১৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার বিজেপিকে ক্ষমতাচ্যুত করার আশা করছে কংগ্রেস। মুখ্যমন্ত্রী শিবরাজ সিংয়ের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া রয়েছে। একইসঙ্গে ব্যপম কেলেঙ্কারিকে হাতিয়ার করেছে কংগ্রেস। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া কি বিজেপি সামলাতে পারবে? সেটাই এখন দেখার। 

আরও পড়ুন- তড়িত্ গতিতে ছুটে চলছে ভারতের ট্রেন -১৮, দেখুন ভিডিও

English Title: 
BJP MLA garlanded with shoes
News Source: 
Home Title: 

ভোটপ্রচারে বিজেপি বিধায়ককে জুতোর মালা পরিয়ে স্বাগত! দেখুন ভিডিও   

ভোটপ্রচারে বিজেপি বিধায়ককে জুতোর মালা পরিয়ে স্বাগত! দেখুন ভিডিও
Yes
Is Blog?: 
No
Section: