রাস্তায় গুলি করে খুন বিজেপি নেতাকে, তদন্তের নির্দেশ প্রশাসনের

এদিন সকালে রোজকার মতো বাড়ির কাছের একটি মাঠে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির জেলা সভাপতি সঞ্জয় খোখার। সেই সময়েই গুলি করে খুন করা হয় তাঁকে।

Updated By: Aug 11, 2020, 01:56 PM IST
রাস্তায় গুলি করে খুন বিজেপি নেতাকে, তদন্তের নির্দেশ প্রশাসনের

নিজস্ব প্রতিবেদন : জম্মু ও কাশ্মীরের পর এবার উত্তরপ্রদেশ। প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হল আরও এক বিজেপি নেতাকে। ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

পুলিসের কথায়, এদিন সকালে রোজকার মতো বাড়ির কাছের একটি মাঠে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বিজেপির জেলা সভাপতি সঞ্জয় খোখার। সেই সময়েই গুলি করে খুন করা হয় তাঁকে। মাঠের মধ্যে আখের ক্ষেতের ধারে তাঁর রক্তাক্ত দেহ দেখতে পান স্থানীয়রা। তাঁরাই পুলিসে খবর দেন।

স্থানীয়দের বয়ান অনুযায়ী তিনজন মিলে তাঁকে খুন করেছে। পুলিসের প্রাথমিক অনুমান অনুযায়ী ব্যক্তিগত শত্রুতা থেকেই খুন করা হয়েছে তাঁকে। যদিও এখনও পুরোটাই তদন্ত সাপেক্ষ। দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিস।

আরও পড়ুন : ১৫ অগস্টের পরই উপত্যকায় 'স্বাধীন' হচ্ছে 4G ইন্টারনেট!

.