Zee 24 Ghanta Exclusive: দিদি তো গোয়াতে গিয়েছেন, আমরা কি বহিরাগত বলেছি? বিজেপি নেত্রী খুশবুর নিশানায় মমতা

 তেলঙ্গানাতেও বিজেপির বিরুদ্ধে বহিরাগত অস্ত্র ব্যবহার করছেন টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও। Zee ২৪ ঘণ্টার মুখোমুখি হয়ে সেই আক্রমণেরই জবাব দিলেন বিজেপি নেত্রী খুশবু সুন্দর।

Updated By: Jul 2, 2022, 06:25 PM IST
Zee 24 Ghanta Exclusive: দিদি তো গোয়াতে গিয়েছেন, আমরা কি বহিরাগত বলেছি? বিজেপি নেত্রী খুশবুর নিশানায় মমতা

মৌপিয়া নন্দী, হায়দরাবাদ: "নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। তেলঙ্গানা হোক বা পশ্চিমবঙ্গ, কোথায়ই তিনি বহিরাগত নন। বিরোধীরা ভেদাভেদ করে, বিজেপি নয়।" Zee ২৪ ঘণ্টায় একযোগে মমতা, কেসিআর ও ওয়েইশিকে আক্রমণ শানালেন বিজেপি নেত্রী খুশবু সুন্দর।

২০২১-এর বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল গেরুয়া শিবির। কিন্তু তাঁদের 'ডবল ইঞ্জিন' সরকার গড়ার স্বপ্ন ভঙ্গ হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) উপরই ভরসা রাখে এ রাজ্যের মানুষ। ওই নির্বাচনে মোদী-শাহদের বিরুদ্ধে 'বহিরাগত' স্লোগান দেগেছিলেন তৃণমূল নেত্রী। তেলঙ্গানাতেও বিজেপির বিরুদ্ধে একই অস্ত্র ব্যবহার করছেন টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও।  

Zee ২৪ ঘণ্টার মুখোমুখি হয়ে সেই আক্রমণেরই জবাব দিলেন বিজেপি নেত্রী খুশবু সুন্দর। তিনি বলেন, "ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে বহিরাগত? উনি কি পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী নন। মমতা দিদিকে কেউ যদি প্রশ্ন করেন, আপনার প্রধানমন্ত্রী কে? তাহলে উনি কি নিজের নাম বলবেন? মমতা দিদিরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী'ই। ওঁরা আমাদের বিরুদ্ধে ভেদাভেদের অভিযোগ করে। এখানে কেসিআর, ওয়েইশি সেই কাজ করছে। মমতা, ওয়েইশি তো অন্য রাজ্যে গিয়ে লড়ছেন। আমরা কি বলেছি ওঁরা বহিরাগত। মমতা দিদি তো গোয়াতে গিয়েছিলেন। আমরা কি বলেছি বহিরাগত? ওঁরা ছোট মনের। আমরা গণতান্ত্রিক উপায়ে লড়াই করছি। ওঁরাও লড়াই করুক।"      

শনিবার থেকে হায়দরাবাদে শুরু হয়েছে বিজেপির (BJP) দু'দিন ব্যাপী জাতীয় কর্মসমিতির বৈঠক  (national executive meeting)। সকালে অফিস বিয়ারার্সদের বৈঠক হয়। যেখানে বাংলা থেকে উপস্থিত দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী এবং অনুপম হাজরারা।

সম্প্রতি বিজেপির যে 'প্রবাস' কর্মসূচি চয়েছে। এদিনের বৈঠকে সেই রিপোর্টও শীর্ষ নেতৃত্বের হাতে তুলে দেন কেন্দ্রীয় নেতারা। নির্ধারিত শতাধিক লোকসভা কেন্দ্রে দু'দিন কাটিয়ে কী দেখলেন, তা জানান তাঁরা। শনিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় কর্মসমিতির বৈঠকের  (national executive meeting) শুভ সূচনা করবেন।

২০২৪-এর লোকসভা ভোটের রণকৌশল ঠিক করা এবং বিজেপির 'মিশন সাউথ' নীতি বাস্তবায়িত করতে, এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.