জবরদখল উচ্ছেদ করতে গিয়েছিলেন পুরকর্মীরা, ব্যাট নিয়ে তাড়া করলেন কৈলাস বিজয়বর্গীর বিধায়ক ছেলে
আকাশের সঙ্গে যোগ দেন তার সঙ্গে থাকা লোকজনও। পুলিস বাধা দেওয়ার চেষ্টা করলেও রক্ষা হয়নি
নিজস্ব প্রতিবেদন: ব্যাট হাতে তুলাকালাম কাণ্ড করলেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীর ছেলে আকাশ বিজয়বর্গী।
আরও পড়ুন-''কাউকে তোয়াজ করি না'', বিধানসভায় দাঁড়িয়ে বললেন ফিরহাদ হাকিম
বুধবার ইন্দোরের একটি এলাকায় জবরদখল তুলতে আসেন পুরকর্মীরা। তখনই তাঁদের সাঙ্গপাঙ্গ নিয়ে তাড়া করেন বিজেপি বিধায়ক আকাশ। নিজে ক্রিকেট ব্যাট হাতে নিয়ে মারধর শুরু করেন। সাংবাদিকদের সামনেই তেড়ে যান পুরকর্মীদের দিকে।
#WATCH Madhya Pradesh: Akash Vijayvargiya, BJP MLA and son of senior BJP leader Kailash Vijayvargiya, thrashes a Municipal Corporation officer with a cricket bat, in Indore. The officers were in the area for an anti-encroachment drive. pic.twitter.com/AG4MfP6xu0
— ANI (@ANI) June 26, 2019
আকাশের সঙ্গে যোগ দেন তার সঙ্গে থাকা লোকজনও। পুলিস বাধা দেওয়ার চেষ্টা করলেও রক্ষা হয়নি। মার খান পুরকর্মীরা। বিজয়বর্গী তাদের বলেন পাঁচ মিনিটের মধ্যে এলাকা ছেড়ে চলে যান। এক পুরকর্মীকে টানাটানি, ধাক্কাধাক্কি করা হয়। ধাক্কা মেরে তাকে তাড়া করা হয়। কোনওক্রমে জনতার হাত থেকে বাঁচায় পুলিস।
আরও পড়ুন-ব্যস্ত রাস্তা আটকে হনুমান চল্লিশা পাঠ, প্রশ্নের মুখে পালটা হুঙ্কার বিজেপি যুব মোর্চার
এদিকে, আকাশের হয়ে ব্যাট ধরেছেন রাজ্য বিজেপি নেতা হিতেশ বাজপেয়ী। সংবাদমাধ্যমে তিনি বলেন, উচ্ছেদ করতে এসে ওইসব পুরকর্মীরা ঘুষ চেয়েছিলেন। আপনারা পুরকর্মীদের মারধরের জন্য আকাশকে জেলে পুরতে পারেন। কিন্তু ওইসব ঘুষখোর পুরকর্মীদের কী হবে?