ধনতেরাসে সোনার পরিবর্তে তরোয়াল কিনুন, অযোধ্যা মামলার রায়ের আগে পরামর্শ বিজেপি নেতার
গজরাজ বলেন, দেশের মানুষ চান অযোধ্যায় রামের একটি মন্দির তৈরি হোক। এনিয়ে শীঘ্রই রায় দেবে সুপ্রিম কোর্ট। আশা করছি মন্দিরের পক্ষেই রায় দেবে আদালত
নিজস্ব প্রতিবেদন: আগামী অযোধ্যা জমি মামলায় রায় ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট। তার আগেই উস্কানি দিতে শুরু করলেন উত্তরপ্রদেশের দেওবন্দের বিজেপি প্রেসিডেন্ট গজরাজ রানা। এবার ধনতেরাস-এ দলের সমর্থকদের সেনার পরিবর্তে তরোয়াল কেনার পরামর্শ দিলেন ওই বিজেপি নেতা। তাঁর মতে ভবিষ্যতে কাজ দেবে ওই তরোয়াল।
আরও পড়ুন-ওহ্ হিটম্যান! রাঁচিতে ছক্কা মেরেই ডাবল সেঞ্চুরি রোহিত শর্মার
সংবাদমাধ্যমের প্রতিনিধিদের গজরাজ বলেন, দেশের মানুষ চান অযোধ্যায় রামের একটি মন্দির তৈরি হোক। এনিয়ে শীঘ্রই রায় দেবে সুপ্রিম কোর্ট। আশা করছি মন্দিরের পক্ষেই রায় দেবে আদালত। এতে দেশের আইন শৃঙ্খলার অবণতি হতে পারে। তাই এবার ধনতেরাসে সোনা-রুপো কেনার পরিবর্তে তলোয়াল কেনা উচিত। নিজের রক্ষার জন্য এই তরোয়াল কাজ দেবে।
আরও পড়ুন-ফের বিস্ফোরক রাহুল, এবার রাজনীতির ঝান্ডা ধরার ‘নিদান’ দিলেন নোবেলজয়ী অভিজিত্কে
তাহলে কি আপনি সাধারণ মানুষকে উস্কানি দিচ্ছেন? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গজরাজ বলেন, রায় বেরনোর পর দেশের পরিস্থিতির অবণতি হতে পারে। এরকম এক অবস্থায় আমরা নিজেদের রক্ষা করতে চাই।
প্রসঙ্গত, এর আগেও বিতর্কিত মন্তব্য করেছেন রানা। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের প্রচারের সময়ে দেওবন্দের প্রখ্যাত ইসলামি প্রতিষ্ঠান দার-উল-উলুমকে জঙ্গি তৈরির কারখান বলে উল্লেখ করেন গজরাজ।