গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ভরসা রূপানিতেই, উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল

গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর ফেরার সম্ভাবনাই প্রবল ছিল। সত্যিও হল সেই সম্ভাবনা। গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় রূপানিতেই ভরসা রাখল বিজেপি। পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হিসেবে থাকছেন নীতিন পাটেলই।

Updated By: Dec 22, 2017, 05:26 PM IST
গুজরাটের মুখ্যমন্ত্রী পদে ভরসা রূপানিতেই, উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল

নিজস্ব প্রতিবেদন : গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর ফেরার সম্ভাবনাই প্রবল ছিল। সত্যিও হল সেই সম্ভাবনা। গুজরাটের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় রূপানিতেই ভরসা রাখল বিজেপি হাইকম্যান্ড। পাশাপাশি উপমুখ্যমন্ত্রী হিসেবে থাকছেন নীতিন পাটেলই।

বিজয় রূপানিকে আজ গুজরাটের পরিষদীয় দলের নেতা হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এর আগে বৃহস্পতিবারই রূপানি সহ গোটা মন্ত্রিসভা গান্ধীনগরের রাজভবনে গিয়ে রাজ্যপাল ওপি কোহলির কাছে ইস্তফাপত্র জমা দেন। ১৮২ আসনের গুজরাটে মধ্যে ৯৯টি দখল করে ষষ্ঠবারের জন্য সরকার গঠন করতে চলেছে ভারতীয় জনতা পার্টি।

আরও পড়ুন, গুজরাটে নির্দল বিধায়কের সমর্থন নিয়ে একশোয় পৌঁছল বিজেপি

মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় রূপানির সঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও নীতিন প্যাটেলের নামও শোনা যাচ্ছিল। তবে অরুণ জেটলি এবং অমিত শাহদের প্রথম পছন্দ ছিলেন রূপানিই। আর সেকারণেই দ্বিতীয়বারের জন্য মসনদে বসতে চলেছেন রূপানি। মুখ্যমন্ত্রী হিসেবে রূপানির নাম ঘোষণা হতেই গান্ধীনগরে বিজেপির দফতরে উত্সবে মেতে ওঠেন কর্মী-সমর্থকরা। শপথ গ্রহণের দিনক্ষণ পরে জানানো হবে বলে জানিয়েছেন বিজেপি নেতা অরুণ জেটলি। 

.