উত্তর দিল্লির মেয়র নির্বাচিত হলেন এক চা বিক্রেতা, অভিনন্দন মোদীর

উত্তর দিল্লির মেয়র হিসেব অবতারের নাম প্রথম প্রস্তাব করেন দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি

Updated By: Apr 30, 2019, 06:50 PM IST
উত্তর দিল্লির মেয়র নির্বাচিত হলেন এক চা বিক্রেতা, অভিনন্দন মোদীর

নিজস্ব প্রতিবেদন: একসময় চা বিক্রি করতেন নরেন্দ্র মোদী। একসময়ে তিনিই দেশের প্রধনমন্ত্রী হয়েছেন। এবার আরও এক চা বিক্রেতা নির্বাচিত হলেন গুরুত্বপূর্ণ এক পদে। উত্তর দিল্লির মেয়র হলেন অবতার সিং। এক সময় তাঁর পেশা ছিল চা বিক্রি করা।

আরও পড়ুন-সভায় হারাল শিশু, ভাষণ থামিয়ে খুঁজতে বললেন মমতা

উত্তর দিল্লির মেয়র নির্বাচিত হলেন বিজেপি নেতা অবতার সিং। তিনি হবেন উত্তর দিল্লির প্রথম দলিত শিখ নেতা যিনি মেয়র নির্বাচিত হলেন। উত্তর দিল্লির মেয়র হিসেব অবতারের নাম প্রথম প্রস্তাব করেন দিল্লি বিজেপির প্রধান মনোজ তিওয়ারি। নির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন।

দিল্লির এক বিজেপি নেতা বলেন, নেতা হিসেবে অবতার খুবই পরিশ্রমী। একজন চা বিক্রেতা হিসেব জীবন শুরু করে আজ উনি উত্তর দিল্লির মেয়র নির্বাচিত হয়েছেন ওর ওই পরিশ্রমে ভর করেই।

আরও পড়ুন-অনুপমের পর বাবুলকে রাজ্যসভার সাংসদ করার প্রস্তাব দিলেন কেষ্ট কাকা 

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবতারের সঙ্গে সাক্ষাত করেন। অবতারের সঙ্গে ছিল দক্ষিণ ও পূর্ব দিল্লির মেয়ররাও। প্রধানমন্ত্রী সেই ছবি টুইটারে শেয়ার করেছেন।

.