জম্মু ও কাশ্মীর বিধানসভার উচ্চকক্ষে একক সংখ্যাগরিষ্ঠ দল এখন বিজেপি

স্বাধীনতার পর এটি একটি রেকর্ড

Updated By: Nov 11, 2017, 07:59 PM IST
জম্মু ও কাশ্মীর বিধানসভার উচ্চকক্ষে একক সংখ্যাগরিষ্ঠ দল এখন বিজেপি

নিজস্ব প্রতিবেদন: জম্মু কাশ্মীর বিধানসভার উচ্চকক্ষে একক সংখ্যাগরিষ্ঠ দল হয়ে গেল বিজেপি।

রাজ্য বিধানসভার উচ্চকক্ষে বিজেপি ও পিডিপির সমান সমান প্রতিনিধি ছিল। সম্প্রতি পি়ডির এক প্রতিনিধি লেজিসলেটিভ কাউন্সিল থেকে পদত্যাগ করেছেন। ফলে পিডিপির সদস্য সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১০। আর তার ফলেই একক সংখ্যাগরিষ্ট দল হল বিজেপি। স্বাধীনতার পর থেকে এটি একটি রেকর্ড।

২০১৪ সালে বিধানসভা নির্বচনের আগে রাজ্য বিধানসভার উচ্চকক্ষে মাত্র একজন সদস্য ছিল বিজেপির। কিন্তু ওই বছর বিধানসভা নির্বচনেই সব অঙ্ক পাল্টে ‌যায়। শুধুমাত্র জম্মু রিজিয়ন থেকেই বিজেপি দখল করে ২৫টি আসন। তার ফলেই উচ্চকক্ষে বিজেপির আসনসংখ্যা বেড়ে ‌যায়।

বর্তমানে জম্মু ও কাশ্মীর বিধানসভার উচ্চকক্ষে রয়েছেন ৩৩ জন সদস্য। এর মধ্যে ন্যাশনাল কন্ফারেন্স ও কংগ্রেসের রয়েছে ৬ জন করে সদস্য। ফাঁকা রয়েছে পি়ডিপির একটি আসন, জম্মু ও কাশ্মীরের রাজ পরিবারের একটি আসন ও আরও দুটি আসন।

আরও পড়ুন-  ফের মুকুল রায়ের অভিযোগ খারিজ করল নবান্ন

.