আলাদা থাকতে নারাজ! বৌমাকে জড়িয়ে সংক্রমিত করার চেষ্টা Corona আক্রান্ত শাশুড়ির
নিষেধ সত্ত্বেও নাতি-নাতনিদের আদর করেছেন তিনি
নিজস্ব প্রতিবেদন: করোনা আক্রান্ত হওয়ায় তাঁকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। দূরত্ব বজায় রেখে চলছিলেন পরিবারের বাকি সদস্যরাও। কিন্তু তা মেনে নিতে পারেননি শাশুড়িমা। সব জেনে বুঝেও বৌমাকে জোর করে জড়িয়ে ধরে (Forcibly Hug) কোভিড আক্রান্ত করার চেষ্টা করলেন তিনি। তেলেঙ্গানার (Telengana) ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে।
সূত্রের খবর, পরিবারের সকলে সামাজিক দূরত্ব মেনে চলায় অপমানিত বোধ করছিলন ঐ মহিলা। নাতিনাতনিদের আদর করতে গেলে স্বাভাবিকভাবেই তাঁকে বাধা দেওয়া হয়। মনে মনে ক্ষোভ পুষছিলেন তিনি। অভিযোগকারী বউমার বক্তব্য, 'জোর করে আমাকে জড়িয়ে ধরেছেন শাশুড়ি। বার বার বলছেন, আমি মরলে তুই সুখী হবি! তোকেও যেন ভাইরাসে ধরে।' নিষেধ সত্ত্বেও তাঁর সন্তানদের আদর করেছেন তিনি। বাধ্য হয়ে শ্বশুরবাড়ি ত্যাগ করেছেন তাঁরা। বর্তমানে থিমাপুর গ্রামে বোনের বাড়িতে আশ্রয় নিয়েছেন অভিযোগকারী।
আরও পড়ুন: Donald Trump কে ২ বছরের জন্য সাসপেন্ড করল Facebook
অভিযোগকারী মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী পেশায় ট্রাক্টর চালক। ওড়িশায় থাকেন তিনি। চার বছর আগে তাঁদের বিয়ে হয়। সেই থেকে দুই সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি থাকেন তিনি। ঘটনার পর থেকেই প্রতিবেশী ও আত্মীয়দের পাশে পেয়েছেন তিনি। খবর পেয়ে বাড়িতে আসেন স্থানীয় স্বাস্থ্য আধিকারিকরা। ইতিমধ্যেই সংক্রমণ ছড়িয়ে দেওয়ার অভিযোগে শাশুড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা।
আরও পড়ুন: 'জনপ্রিয়তার জন্য 5G মামলা!' Juhi Chawla কে ভর্ৎসনা, জরিমানা আদালতের
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)