জার্মান ছাত্রী ধর্ষণ কাণ্ড: সাত বছর পর গ্রেফতার বিট্টি মোহান্তি

সাত বছর পর অবশেষে পুলিসের জালে ধরা পড়ল ওডিশার প্রাক্তন শীর্ষ পুলিস কর্তার ছেলে বিট্টি মোহান্তি। ২০০৬-এ এক জার্মান ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত ফেরার মোহান্তিকে আজ কেরালা থেকে গ্রেফতার করা হয়েছে।

Updated By: Mar 9, 2013, 09:57 AM IST

সাত বছর পর অবশেষে পুলিসের জালে ধরা পড়ল ওডিশার প্রাক্তন শীর্ষ পুলিস কর্তার ছেলে বিট্টি মোহান্তি। ২০০৬-এ এক জার্মান ছাত্রীকে ধর্ষণে অভিযুক্ত ফেরার মোহান্তিকে আজ কেরালা থেকে গ্রেফতার করা হয়েছে।
২০০৬-এ আলওয়ারের একটি হোটেলে জামার্ন ছাত্রীকে ধর্ষণ করে বিট্টি মোহান্তি। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আলওয়ারের একটি ফাস্টট্র্যাক কোর্ট মোহান্তিকে সাত বছরে কারাবাসের নির্দেশ দেয়। আট মাস জেলে কাটানোর পর ব্যাক্তিগত প্যারোলে অসুস্থ ঠাকুমাকে দেখতে যাওয়ার অনুমতি পায় বিট্টু মোহান্তি। কিন্তু তারপর থেকেই ফেরার ছিল সে। বিট্টি মোহান্তির বাবা প্রাক্তন ডিজিপি বি বি মোহান্তির বিরুদ্ধে ছেলেকে পালাতে সাহায্য করার অভিযোগ ওঠে।
সূত্রের খবর অনুযায়ী বিট্টি মোহান্তি ভুয়ো পরিচয়ে গত এক বছর ধরে কান্নুরের একটি ব্যাঙ্কে চাকরী করছিল।

.