বাজার থেকে ফিরেই রূদ্রমূর্তি, পরপর ৪ সন্তানকে কুপিয়ে মারল বাবা

ওই ঘটনায় অবদেশ কুমারকে গ্রেফতার করেছে পুলিস। পুলিসের কাছে সে যা বয়ান দিয়েছে তা বেশ অবাক করার মতো

Updated By: Dec 2, 2020, 06:00 PM IST
 বাজার থেকে ফিরেই রূদ্রমূর্তি, পরপর ৪ সন্তানকে কুপিয়ে মারল বাবা

নিজস্ব প্রতিবেদন: ভয়ঙ্কর ঘটনা।  বাজার থেকে বাড়ি ফিরে ধারাল অস্ত্র দিয়ে নিজের ৪ সন্তানকে কুপিয়ে মারল বিহারের সিওয়ান জেলার এক ব্যক্তি। নিহত সন্তানদের মধ্যে রয়েছে তার ৩ ছেলে ও ১ মেয়ে। অন্য এক মেয়েকে নিয়ে আহত অবস্থায় পালাতে সক্ষম হয় তার স্ত্রী। তারা আপাতত পাটনা মেডিক্যাল কলেজে ভর্তি।

আরও পড়ুন-১২৫-এর বাটার শীর্ষপদে ৪৯-এর ভারতীয়! 

অভিযুক্ত ব্যক্তির নাম অবদেশ চৌধুরি। সিওয়ানের বেলহা গ্রামের বাসিন্দা। সংবাদমাধ্য়মের খবর অনুযায়ী, মঙ্গলবার বাড়ি ফিরে অবদেশ হাতে একটি ধারাল অস্ত্র তুলে নেয়। তার পর তা দিয়ে স্ত্রী ও এক মেয়েকে কোপাতে থাকে। তারা পালালে একের পর এক তার ৪ সন্তান-মুকেশ কুমার(১০), ভোলা কুমার(১২), অভিষেক কুমার(১৪) ও জ্যোতি কুমারীকে কুপিয়ে খুন করে।

আরও পড়ুন-করোনার সঙ্গেই বিশ্বে চলছে নতুন একটি অতিমারী!

ওই ঘটনায় অবদেশ কুমারকে গ্রেফতার করেছে পুলিস। পুলিসের কাছে সে যা বয়ান দিয়েছে তা বেশ অবাক করার মতো। অবদেশের দাবি, বাড়ি ফিরতেই আমার ওপরে কিছু যেন ভর করল। আমার মনে হল পরিবারের সবাইকে খুন করে ফেলব। যখন জ্ঞাণ ফিরল তখন বুঝতে পারলাম আমি কী ভয়ঙ্কর কাণ্ড করে ফেলেছি। অবদেশের আরও দাবি খুনের পরই সে পুলিসকে ফোন করেছিল। কিন্তু সেই ফোন কেউ ধরেনি।

.