বুধবার বিহার বিধানসভা ভোটের প্রথম দফা, প্রচারের শেষ দিনে তেজস্বীকে তুলোধনা নীতীশের

গতকালই তেজস্বী যাদব তুমুল আক্রমণ করেন নীতীশকে। বিহারের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তেজস্বী যাদব বলেন, রাজ্যের উন্নতি করার মতো কোনও ক্ষমতা ওঁর মধ্যে নেই

Updated By: Oct 26, 2020, 08:38 PM IST
 বুধবার বিহার বিধানসভা ভোটের প্রথম দফা, প্রচারের শেষ দিনে তেজস্বীকে তুলোধনা নীতীশের

নিজস্ব প্রতিবেদন: প্রচার শেষ। বুধবার বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। ভোট নেওয়া হবে ৭১ আসনে। প্রাক নির্বাচনী সমীক্ষায় দাবি, বিহারে ফের ক্ষমতায় ফিরছে এনডিএ। তবে সুবিধেজনক অবস্থায় নেই নীতীশ।

আরও পড়ুন-দেশজুড়ে ৫০টি শাখা বন্ধ করছে এই ব্যাঙ্ক, অ্যাকাউন্ট আছে নাকি! 

প্রচারের শেষ দিনে তেজস্বী যাদবকে নিশানা করলেন নীতীশ কুমার। মুজাফফরপুরের এক সভায় তেজস্বীকে নিশানা করে আজ নীতীশ কুমার বলেন, রাজনীতিতে যাদের কোনও অভিজ্ঞতাই নেই তারা আমার বিরুদ্ধে কথা বলে। আসলে ওরা ওদের পরামর্শদাতাদের কথায় নাচছে। লালু প্রসাদ ও পরিবারের ১৫ বছরের অপশাসনে শ্মশানে পরিণত হয়েছিল বিহার। এখন সেই শাসন ফিরিয়ে আনার চেষ্টা হচ্ছে।

গত ১৫ বছর জেডিইউ সরকারের উন্নয়ণের ফিরিস্তি তুলে ধরে নীতীশ বলেন, বিহারের অপরাধের সংখ্যা তলানিতে ঠেকেছে। অপরাধের নীরিখে বিহারের স্থান এখন দেশে ২৩ নম্বরে। আমরা কাজ বুঝি। নিজেদের প্রাচার করতে চাই না। গত পনের বছর রাজ্যে যে উন্নয়ন হয়েছে তা মাথায় রেখেই ভোট দিন।

আরও পড়ুন-ছবি: দশমীর বিকেলও দর্শনার্থীর ঢল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে

উল্লেখ্য, গতকালই তেজস্বী যাদব তুমুল আক্রমণ করেন নীতীশকে। বিহারের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তেজস্বী যাদব বলেন, রাজ্যের উন্নতি করার মতো কোনও ক্ষমতা ওঁর মধ্যে নেই। সভায় গিয়ে এখন ভুলভাল বকেন। বিহারকে চালানোর মতো কোনও ক্ষমতা আর নেই ওর। রাজ্যে বেকারি বেড়েছে। আয়ের জন্য অন্য রাজ্যে ছুটছেন রাজ্যে মানুষজন।

অন্যদিকে, ফের নীতীশের বিরুদ্ধে সরব হলেন রামবিলাসপুত্র চিরাগ পাসোয়ান। তাঁর একটাই কথা। ক্ষমতায় এলে নীতীশকে জেলে ঢোকাবই।

বিহার ভোটের আগে এনডিএর একটাই সমস্যা হল এলজেপি। নীতীশকে সঙ্গ দিতে আপত্তি করে এবার একলা লড়াই করছে চিরাগ পাসোয়ানের দল। তবে তারা সমর্থন করবে বিজেপিকে। রাজ্যে মাত্র পাঁচ আসনে বিজেপির বিরুদ্ধে প্রার্থী দিয়েছে তারা। 

.