বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর কে লড়বে কত আসনে, ঘোষণা নীতীশের

এদিন সাংবাদিক সম্মেলনে নীতীশ কুমার বলেন, বিজেপির সঙ্গে থেকেই বিহারের জন্য লড়াই করব। এতে কোনও সন্দেহ নেই

Updated By: Oct 6, 2020, 06:01 PM IST
বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর কে লড়বে কত আসনে, ঘোষণা নীতীশের
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: মহাজোটের পর এবার এনডিএ। বিহার বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করে ফেলল জেডিইউ ও বিজেপি।

মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানান, 'এবার বিহার বিধানসভা নির্বাচনে ১২২ আসন পেয়েছে জনতা দল ইউনাইটেড। অন্যদিকে, বিজেপি পেয়েছে ১২১ আসনে। জেডিইউ তার কোটা থেকে ৭টি আসন দেবে এনডিএর শরিক হিন্দুস্থান আওয়াম মোর্চাকে। অন্যদিকে, বিজেপি তার কোটা থেকে কিছু আসন দেবে বিকাশশীল ইনশান পার্টিকে। সূত্রের খবর, বিকাশশীল পার্টিকে দেওয়া হবে ৬টি আসন। 

আরও পড়ুন-'মমতা-মুকুল এক কোম্পানি...' নারী নির্যাতনের প্রতিবাদে যৌথ মিছিল পা মেলাল বাম-কংগ্রেস

এদিন সাংবাদিক সম্মেলনে নীতীশ কুমার বলেন, 'বিজেপির সঙ্গে থেকেই বিহারের জন্য লড়াই করব। এতে কোনও সন্দেহ নেই।' অন্য়দিকে, এলজেপিকে নিশানা করে রাজ্যের উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী বলেন, নীতীশই আমাদের নেতা। তিনিই হবেন মুখ্যমন্ত্রী। রামবিলাস সুস্থ থাকলে আসন সমঝোতা নিয়ে কোনও সমস্যা হতো না।

আরও পড়ুন-হাতির হামলায় মারা গেলে পরিবারের একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি: মমতা

প্রসঙ্গত, নীতীশ কুমারের নেতৃত্বে ভোটে লড়াই করতে অস্বীকার করেছে রামবিলাস পাসোয়ানের দল এলজেপি। বিজেপি অনেক চেষ্টা করেও তাদের রাজী করাতে পারেনি। ফলে এবার ভোটে একাই লড়বে এলজেপি। জানিয়ে দিয়েছেন দলের নেতা চিরাগ পাসোয়ান। সেক্ষেত্রে এনডিএর শক্তি কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।

.