Kashmir: সীমান্ত টপকে ভারতে ঢুকেছে ৬ পাক জঙ্গি, Uri Attack –এর ধাঁচে হামলার ছক!
তল্লাশি অভিযানে সেনা।
নিজস্ব প্রতিবেদন: তিনদিন আগেই উরি হামলার পঞ্চম বর্ষপূর্তি হয়েছে। সামনেই সার্জিক্যাল স্ট্রাইক দিবস। এরমধ্যে জম্মু-কাশ্মীরে গুরুত্বপূর্ণ অভিযানে নামল ভারতীয় সেনা। সূত্রের খবর, এযাবৎকালে উপত্যকায় সবচেয়ে বড় অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণ রেখা টপকে দেশে প্রবেশ করেছে বেশ কয়েকজন পাক জঙ্গি। তাদের খোঁজেই অভিযানে নেমেছে সেনা।
সোমবার সকাল থেকে উত্তর কাশ্মীরের উরি সেক্টরে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবা। সেনা সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় সীমান্ত টপকে ভারতে প্রবেশ করেছে ৬ জঙ্গি। গুলির লড়াইয়ে এক জওয়ানকে ঘায়েল করেছে তারা। ওই জঙ্গিদের খোঁজেই তল্লাশিতে নেমেছে সেনা।
আরও পড়ুন: স্বামীকে কুপিয়ে রাসায়ানিক মাখিয়ে বিস্ফোরণ! নৃশংস খুনে পুলিসের জালে স্ত্রী
আরও পড়ুন: Chopper Crash: জম্মু কাশ্মীরে ভেঙে পড়ল সেনাবাহিনীর হেলিকপ্টার, আহত ২
জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের পর এই নিয়ে দ্বিতীয়বার এমন অনুপ্রবেশের ঘটনা ঘটল।