নমাজ শেষে দিল্লির জামা মসজিদে কয়েক হাজার মানুষের বিক্ষোভ, নেতৃত্ব দিল ভীম সেনা
জানা যাচ্ছে, জামা মসজিদের বাইরে পুলিসি নিরাপত্তা বাড়ানো হয়েছে। দিল্লি পুলিসের তরফে জানানো হয়, জামা মসজিদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন বেআইনি। তবে কোনও পদক্ষেপ করতে নারাজ দিল্লি পুলিস
নিজস্ব প্রতিবেদন: নয়া নাগরিকত্ব আইনের বিরোধিতায় তুমুল বিক্ষোভ দিল্লির জামা মসজিদে। শুক্রবার, নমাজ শেষ হওয়ার পর পরই কয়েক হাজার মানুষ বিক্ষোভ প্রদর্শন শুরু করেন। এই বিক্ষোভের নেতৃত্ব দেন ভীম সেনার প্রধান চন্দ্রশেখর আজ়াদ। বেশ কিছু রাজনৈতিক দলের নেতারও যোগ দিয়েছেন বলে খবর।
জানা যাচ্ছে, জামা মসজিদের বাইরে পুলিসি নিরাপত্তা বাড়ানো হয়েছে। দিল্লি পুলিসের তরফে জানানো হয়, জামা মসজিদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন বেআইনি। তবে কোনও পদক্ষেপ করতে নারাজ দিল্লি পুলিস। সকাল থেকেই জামা মসজিদের সামনে পুলিসি নিরাপত্তা বাড়ানো হয়। সচিত্র পরিচয়পত্র দেখিয়েই তবে জামা মসজিদে প্রবেশ করানো হচ্ছিল। সে সময় বিক্ষোভকারীরাও প্রবেশ করে বলে দাবি পুলিসের। ধর্মীয় স্থানে কড়া পদক্ষেপের পথে হাঁটেনি দিল্লি পুলিস।
#WATCH Delhi: Protest at Jama Masjid against #CitizenshipAmendmentAct Bhim Army Chief Chandrashekhar Azad also present. Azad had been earlier denied permission for a protest march from Jama Masjid to Jantar Mantar pic.twitter.com/uXK1tvO4CT
— ANI (@ANI) December 20, 2019
আরও পড়ুন- মোদীর উপর হামলার ছক কষেছে জঙ্গিরা, গোয়েন্দা সংস্থার চাঞ্চল্যকর রিপোর্ট
সংবিধানের রেপ্লিকা হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন চন্দ্রশেখর আজ়াদ। পুলিসের তরফে তাঁকে অনুরোধ করা হয়, যন্তর-মন্তরে বিক্ষোভ প্রদর্শন করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু ধর্মীয় স্থানে বিক্ষোভ বেআইনি। কয়েক দিন ধরে নাগরিকত্ব আইনের বিরোধিতায় উত্তাল রাজধানী। গত বুধবার জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারিও এই আইনের বিরোধিতায় সরব হন। তিনি সংবাদ মাধ্যমে বলেন, নাগরিকত্ব বিল নিয়ে ভারতীয় মুসলিমদের শঙ্কার কোনও কারণ নেই। গণতান্ত্রিক উপায়ে কোনও কিছুর বিরুদ্ধে প্রতিবাদ অধিকার সংবিধান আমাদের দিয়েছে।