স্বপ্না চৌধুরির গানে নেচে ভাইরাল হলেন 'বউদি'

হরিয়ানার গায়িকা সপ্না চৌধুরির নাম শুনেছেন নিশ্চয়। বিখ্যাত একটি বলিউডি গান 'তেরি আঁখিয়া কে ইয়ে কাজল' গানের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে নেচে সাড়া ফেলে দিয়েছেন।

Updated By: Dec 31, 2018, 05:23 PM IST
স্বপ্না চৌধুরির গানে নেচে ভাইরাল হলেন 'বউদি'

নিজস্ব প্রতিবেদন: হরিয়ানার গায়িকা সপ্না চৌধুরির নাম শুনেছেন নিশ্চয়। বিখ্যাত একটি বলিউডি গান 'তেরি আঁখিয়া কে ইয়ে কাজল' গানের সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে নেচে সাড়া ফেলে দিয়েছেন।

আরও পড়ুন: হনুমান বনে গেলেন সান্টা! তুমুল বিতর্ক মোদীর রাজ্যে 

কিন্তু এবার তাঁকে কড়া টক্কর দেওয়ার মতো নৃত্য-পটিয়সীকে খুঁজে পাওয়া গেল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতেই দেখা যাচ্ছে ওই গানে নাচছেন এক বউদি।

প্রাথমিক ভাবে দেখে মনে হচ্ছে, কোনও একটি পারিবারিক অনুষ্ঠানে নাচছেন ওই মহিলা। কারণ, তাঁর আশপাশে আরও অনেক মহিলাকে নাচতে দেখা যাচ্ছে। কিন্তু নিজের নৃত্যগুণে ওই মহিলাই কেড়ে নিচ্ছেন সকলের অ্যাটেনশন।

দেখুন সেই ভিডিয়ো

 

ফলে এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। মুহূর্তের মধ্যে বেড়েছে ভিউয়ারের সংখ্যা। ইতিমধ্যে ৬০ লক্ষের বেশি নেটিজেন ওই ভিডিয়ো দেখে ফেলেছেন।

.