Pulwama Attack: পুলওয়ামা হামলা নিয়ে মন্তব্যের জের, ৫ বছরের জেল বেঙ্গালুরুর ছাত্রের

অভিযোগ, হামলা নিয়ে উল্লাস প্রকাশ করেছিল ফাইয়াজ। ওই হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের প্রাণহানি ঘটে। ওই পোস্টের পরই তাকে গ্রেফতার করা হয়। গত সাড়ে বছর সে জেলেই ছিল

Updated By: Nov 1, 2022, 06:52 PM IST
Pulwama Attack: পুলওয়ামা হামলা নিয়ে মন্তব্যের জের, ৫ বছরের জেল বেঙ্গালুরুর ছাত্রের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুলওয়ামা হামলা নিয়ে আপত্তিকর পোস্ট করায় কড়া শাস্তি হল বেঙ্গলুরুর এক ছাত্রের। পাশাপাশি তাকে ২৫ হাজার টাকা জরিমানাও করল আদালত। মঙ্গলবার ওই রায় দিল বেঙ্গালুরুর বিশেষ আদালত। সমাজের দুই গোষ্ঠীর মধ্যে বিদ্বেষ ছড়ানোর দায়ে ওই ছাত্রকে পাঁচ বছর কারাদণ্ডের আদেশ দিল আদালত। তবে ওই ছাত্রের বিরুদ্ধে দেশদ্রোহিতার কোনও অভিযোগ আনা হয়নি। এনআইএ আদালতে ওই রায় দেন বিচারক গঙ্গাধর সিএম।

আরও পড়ুন-'আন্দোলন করলেই চাকরি নয়, নিয়ম মেনেই হবে নিয়োগ, বার্তা ব্রাত্যর

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ের উপরে যখন ওই হামলা হয় তখন ফাইয়াজ রশিদ নামে ওই ছাত্রের বয়স ছিল ১৯ বছর। হামলার পরই সে ফেসবুকে ওই হামলা নিয়ে আপত্তিকর পোস্ট করে। অভিযোগ, হামলা নিয়ে উল্লাস প্রকাশ করেছিল ফাইয়াজ। ওই হামলায় ৪০ সিআরপিএফ জওয়ানের প্রাণহানি ঘটে। ওই পোস্টের পরই তাকে গ্রেফতার করা হয়। গত সাড়ে বছর সে জেলেই ছিল।

আদালত তার রায়ে জানিয়েছে, একাধিক পোস্ট করে ওই হামলাকে সমর্থন করেছে ফাইয়াজ। এতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিদ্ধেষ সৃষ্ঠি করেছে। এতে সামাজিক সুস্থিতি ক্ষুন্ন হয়েছে।

ফাইয়াজের আইনজীবী সওয়াল করেন অভিযুক্তের বয়স কম। তার আগে কোনও অপরাধের ইতিহাস নেই। তাই তাকে মুক্তি দেওয়া উচিত। ওই সওয়ালের পর বিচারক বলেন, ফাইয়াজ যা করেছে তার ভেবেচিন্তেই করছে। অভিযুক্ত ফেসবুকের সব পোস্টেই পুলওয়ামা হামলা নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য করেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.