বেঙ্গালুরুর বেলান্দুর লেক ঢেকে গেল সাদা ‘তুলোয়’, দেখুন সেই ভিডিও
ওয়েব ডেস্ক : ফের সাদা তুলোয় ঢেকে গেল বেঙ্গালুরুর বেলান্দুর লেক। অগাস্টের প্রথম থেকে বেঙ্গালুরুর বেশ কিছু এলাকায় জোরদার বৃষ্টি শুরু হয়েছে। আর জেরেই জল বাড়ছে বেলান্দুর লেকে। কিন্তু, জল বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দূষণ। আর ওই দূষণের জেরেই গোটা এলাকা ঢেকে গিয়েছে বিষাক্ত সাদা তুলোর মত এক ধরণের জিনিসে। তবে, দূষণের জেরেই বেলান্দুর লেকে ওই সাদা তুলোর মত জিনিস উড়ে যাচ্ছে বলে মনে করছেন পরিবেশবিদরা।
তবে এই প্রথম নয়, এর আগেও বহুবার বেঙ্গালুরুর ওই বেলান্দুর লেকে বিষাক্ত ওই সাদা তুলো ভেসে যেতে দেখা গিয়েছে। আর প্রত্যেকবারই অত্যধিক দূষণের জেরেই ওই অঞ্চলে সাদা তুলোর মত জিনিস দেখা যাচ্ছে বলে মত পরিবেশবিদদের। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ন্যাশনাল গ্রিন ট্রাইবুনাল স্বতপ্রণোদিত মামলা দায়ের করেছে বলে খবর।
দেখুন সেই ভিডিও..
#WATCH: Bengaluru's #BellandurLake continues to spill thick toxic foam #Karnataka pic.twitter.com/CrQV6GTUBs
— ANI (@ANI) August 17, 2017