ভোটের পরও BJP-র সার্জিক্যাল স্ট্রাইকের জন্য তৈরি থাকুক TMC,মমতাকে হুঁশিয়ারি যশবন্তের
যশবন্ত সিনহা লেখেন, বিপুল ভোটে জয়ী হয়ে ফের ক্ষমতায় আসতে হবে তৃণমূলকে
নিজস্ব প্রতিবেদন: শনিবার বিকেলে মেদিনীপুর কলেজ মাঠের বিশাল সভায় তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন শুভেন্দু অধিকারি। তাঁর সঙ্গেই এদিন গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন তৃণমূল, সিপিএম, কংগ্রেসের একাধিক নেতা। এছড়াও ব্লক ও পঞ্চায়েত স্তরের নেতারা তো রয়েইছেন। শুভেন্দুর বিজেপিতে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগেই তৃণমূলকে সতর্ক করলেন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা।
আরও পড়ুন-'নন্দীগ্রামে ৪০ শতাংশ মুসলিম ভোট, জিতবেন কী করে', Suvendu-কে খোঁচা Sougata-র
শুক্রবার এক টুইটে যশবন্ত সিনহা লেখেন, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগেই সার্জিক্যাল স্ট্রাইক শুরু করেছে বিজেপি। তবে সতর্ক থাকুন নির্বাচনের পরেও সার্জিক্যাল স্ট্রাইক হবে। এরকম এক পরিস্থিতিতে বিপুল ভোটে জয়ী হয়ে ফের ক্ষমতায় আসতে হবে তৃণমূলকে।
BJP has launched it's pre-election surgical strike in W Bengal already. Pl be prepared for the post-election one. Nothing but a comprehensive win for TMC is the need of the hour.
— Yashwant Sinha (@YashwantSinha) December 18, 2020
সম্প্রতি বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা হয়েছিল ডায়মন্ড হারবার যাওয়ার পথে। সেই সময় নাড্ডার কর্মসূচির দায়িত্বে ছিলের রাজ্যের ৩ আইপিএস অফিসার। তাদের কেন্দ্রের ডেপুটেশনে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রের ওই চিঠিকে আমল না দিয়ে পাল্টা চিঠি দেয় রাজ্যে। সেখানে বলা হয়, রাজ্যে আইপিএস, আইএএসের সংখ্যা কম তাই তাদের পাঠানো যাবে না। এনিয়ে রাজ্যকে ফের চিঠি পাঠিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন-'আদর্শহীন, বিশ্বাসঘাতক, পর পর মিথ্যে বলে গেলেন', শুভেন্দুকে কড়া আক্রমণ কল্যাণের
এনিয়ে মমতাকে সমর্থন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এবার রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তৃণমূলের পাশে থাকার ইঙ্গিত দিলেন বিজেপি জমানার কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা।