জাপান-ভারত বন্ধুত্বে খুশি নয় চিন

Updated By: Sep 15, 2017, 12:08 AM IST
জাপান-ভারত বন্ধুত্বে খুশি নয় চিন

ওয়েব ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের ভারত সফর না-পসন্দ চিনের। তারা শিয়রে সংক্রান্তি দেখছে। আবে দেশে ফিরতেই চোখ রাঙাতে শুরু করল বেজিং। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং বলেন,"আমরা চাই প্রতিবেশীরা কোনওরকম বিবাদ ছাড়া একে অপরের পাশে দাঁড়াক। কিন্তু অংশীদার হওয়াতে আমাদের আপত্তি।"    

ভারত ও জাপানের মধ্যে ১৫টি মউ স্বাক্ষর হয়েছে। দুদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক মজবুত করে তুলতে চাইছেন শিনজো আবে ও নরেন্দ্র মোদী। ভারত-জাপান প্রীতিকে ভাল চোখে দেখছে না বেজিং। 

ভারতকে ‌যুদ্ধবিমান বিক্রি করার পরিকল্পনা নিয়েছে জাপান। টোকিওর এই সিদ্ধান্তে অস্বস্তিতে পড়েছে চিন। জাপানের পর চিনও চাইছে ভারতে রেল পরিকাঠামোয় বিনিয়োগ করতে।

.