সিনেমা নয়, বাস্তবেই লটারি কেটে, প্রায় কোটিপতি হলেন এক ভিখারি!

ওয়েব ডেস্ক: একেই হয়তো বলে কপাল। ভিখারি থেকে লাখপতি। ১ লাখ ২ লাখ নয়, কড়কড়ে ৬৫ লক্ষ টাকার মালিক এখন প্রতিবন্ধী এক ভিখারি!

স্টেট রান লটারির টিকিট কেটেছিলেন কেরলের ৩৫ বছরের এক প্রতিবন্ধী ভিখারি। আশা করেননি। কারণ, লটারির টিকিট কাটা তাঁর নেশা। ভেবেছিলেন প্রতিবারের মতো এবারও হয়তো টিকিট কাটার টাকাটাই জলে যাবে। কিন্তু না। বেড়ালের ভাগ্যেও মাঝে মধ্যে শিকে ছেঁড়ে। তার সেই ভাগ্যের জোরেই আজ তিনি ৬৫ লক্ষ টাকার মালিক। শুধু তাই নয়, সান্ত্বনা পুরস্কার হিসেবেও তিনি জিতেছেন ৯০ হাজার টাকা।

কয়েক বছর আগেও পেশায় রাজমিস্ত্রী ছিলেন অনন্তপুর জেলার বাসিন্দা পোনাইয়া। এক দুর্ঘটনায় একটি পা বাদ যায় তাঁর। ভাগ্যের ফেরেই স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে ভিক্ষাবৃত্তি করতে হয় তাঁকে। ভিক্ষার টাকা দিয়েই প্রতিমাসে লটারির টিকিট কিনতেন। কিন্তু কোনওদিনই সুখের মুখ দেখতে পাননি। যে ভাগ্যের ফেরে একদিন তাঁকে ভিক্ষাবৃত্তি করতে হয়েছিল, আজ সেই ভাগ্যই তাঁকে লাখপতি করে দিল। দুঃখের দিনগুলো ভুলে আজ সুখের মুখ দেখতে চলেছে পোনাইয়ার পরিবার।

English Title: 
BEGGAR HITS JACKPOT
News Source: 
Home Title: 

সিনেমা নয়, বাস্তবেই লটারি কেটে, প্রায় কোটিপতি হলেন এক ভিখারি!

সিনেমা নয়, বাস্তবেই লটারি কেটে, প্রায় কোটিপতি হলেন এক ভিখারি!
Yes
Is Blog?: 
No
Section: