কোভিড আক্রান্তদের জোর করে রাস্তায় বের করে দিল হাসপাতাল
কোভিডাক্রান্তের পরিবার হাসপাতালকে বলেছিল, রোগীদের যেন মেঝেয় রেখে চিকিৎসা করা হয়।
নিজস্ব প্রতিবেদন: রাস্তায় গড়াগড়ি যাচ্ছেন জলজ্যান্ত মানুষ! একবিংশ শতকের পৃথিবীর পক্ষে লজ্জার। এ হেন লজ্জাজনক এবং একই সঙ্গে মর্মান্তিক ছবিটি দেখা গিয়েছে কর্নাটকে।
মর্মান্তিক এই দৃশ্য দেখা গিয়েছে কর্নাটকের বিদরে (Bidar, Karnataka)। কোভিড রোগীর (COVID patients) চিকিৎসার জন্য আর কোনও বেড নেই হাসপাতালে। তাই Bidar Institute of Medical Sciences hospital (BRIMS) একরকম জোর করে হাসপাতাল চত্বর থেকে রাস্তায় বের করে দিয়েছে রোগীদের। ফলে হাসপাতালের বাইরে ফুটপাতের উপরেই শুয়ে রয়েছেন অসহায় অসুস্থ মানুষগুলি।
আরও পড়ুন: Covid 19: দৈনিক সংক্রমণে বিশ্বে প্রথম ভারত, একদিনে মৃত্যুতেও রেকর্ড
যদিও সোমবারই কোভিডাক্রান্ত মানুষগুলির পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের কাছে কাতর আবেদন জানিয়েছিল, বেড না পেলেও তাঁদের রোগীদের অন্তত যেন মেঝেয় রেখে চিকিৎসা করে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু দেখা গেল সেই আবেদনে সাড়া দেয়নি হাসপাতাল। এবং শুধু তাই নয়, তারা অত্যন্ত নিষ্ঠুর ব্যবহার করল কোভিড রোগীদের সঙ্গে।
আরও পড়ুন: Oxygen ট্যাঙ্কে লিক; বন্ধ ভেন্টিলেটর, নাসিকের হাসপাতালে মৃত্যু ২২ করোনা রোগীর