লোকসভা ভোটে গান্ধীনগর থেকে দাঁড়াতে চান আডবাণী

আসন্ন লোকসভা ভোটে গান্ধীনগর থেকেই প্রার্থী হতে চান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। সাংসদ তহবিলের টাকায় উন্নয়নের কাজ ঠিকমত হচ্ছে কী না দেখতে শুক্রবার নিজের কেন্দ্র গান্ধীনগরে এসেছিলেন আডবাণী। তখনই সাংবাদিকদের সামনে গান্ধীনগর থেকেই ফের ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেন বিজেপির এই বর্ষীয়ান নেতা।

Updated By: Mar 1, 2014, 11:51 AM IST

আসন্ন লোকসভা ভোটে গান্ধীনগর থেকেই প্রার্থী হতে চান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী। সাংসদ তহবিলের টাকায় উন্নয়নের কাজ ঠিকমত হচ্ছে কী না দেখতে শুক্রবার নিজের কেন্দ্র গান্ধীনগরে এসেছিলেন আডবাণী। তখনই সাংবাদিকদের সামনে গান্ধীনগর থেকেই ফের ভোটে লড়ার ইচ্ছা প্রকাশ করেন বিজেপির এই বর্ষীয়ান নেতা।

তিনি বলেন, "কচ্ছ তাঁর প্রথম পছন্দ হলেও, এটি সংরক্ষিত আসন।" তাই গান্ধীনগর থেকেই ফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তিনি। লোকসভা ভোটে বিজেপির সদ্য প্রকাশিত প্রথম প্রার্থী তালিকায় নাম নেই লালকৃষ্ণ আডবাণীর। এই অবস্থায়বিজেপির লৌহপুরুষের এই মন্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

.