বারামুলায় সেনার গুলিতে খতম ১ জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্রশস্ত্র
এই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন জম্মু-কাশ্মীরের এক পুলিশ কর্তাও (এসপিও)।
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার রাত থেকে জম্মু-কাশ্মীরের বারামুলায় সেনাবাহিনি আর জঙ্গিদের মধ্যে গুলির লড়াই চলছিল। বুধবার সকালে সেনার গুলিতে এক জঙ্গির নিকেশ হওয়ার খবর মিলেছে। এই লড়াইয়ে প্রাণ হারিয়েছেন জম্মু-কাশ্মীরের এক পুলিশ কর্তাও (এসপিও)।
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে দু’জন জঙ্গির সন্ধানে বারামুলায় সেনাবাহিনি ও জম্মু-কাশ্মীরের পুলিশ যৌথ ভাবে অভিযান চালায়। এলাকায় সেনাবাহিনিকে দেখে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় যৌথবাহিনিও। রাতভর বিক্ষিপ্ত ভাবে গুলি বিনিময়ের পর বুধবার ভোর ৫টা নাগাদ থেকে ফের লাগাতার গুলির লড়াই শুরু হয়। এই সময় প্রাণ হারান জম্মু-কাশ্মীরের এক পুলিশ কর্তা। এর পরই যৌথবাহিনি পাল্টা গুলিতে খতম হয় এক জঙ্গি।
#UPDATE Baramulla encounter: One Special Police Officer (SPO) lost his life in the encounter, one terrorist has been gunned down. The encounter has concluded. #JammuAndKashmir https://t.co/SzhyNCvob1
— ANI (@ANI) August 21, 2019
আরও পড়ুন: আরও বিপাকে চিদাম্বরম! রাতেই বাড়িতে নোটিস CBI-এর; 'বেপাত্তা' প্রাক্তন অর্থমন্ত্রী
সূত্রের খবর, বারামুলার এই অভিযানে এখনও পর্যন্ত প্রচুর অস্ত্রশস্ত্র আর গোলাবারুদ উদ্ধার হয়েছে। গোটা এলাকা কড়া নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর এই প্রথম উপত্যকায় সেনা-জঙ্গির সংঘর্ষের ঘটনা ঘটল।