রাজনৈতিক, ব্যবসায়িক কর্মসূচির মাঝেই ৩ দিনের সফরে তাজমহল ঘুরে যাবেন ওবামা
তিন দিনের সফর। একগুচ্ছ কর্মসূচি। কিছু রাজনৈতিক। কিছু ব্যবসায়িক। আসন্ন ভারত সফরে ঠাসা কর্মসূচি থাকছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার। এক ফাঁকে থাকছে তাজ মহল দর্শনও। ভারতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে এবারই প্রথম প্রধান অতিথি হিসেবে আসছেন কোনও মার্কিন রাষ্ট্রপতি। এজন্য একদিন আগেই দিল্লি চলে আসবেন বারাক ওবামা।
আগামী ২৫ জানুয়ারি ভোর সোয়া ৫টা নাগাদ দিল্লিতে নামার কথা মার্কিন প্রেসিডেন্টের। সকাল ১০টা ৪০ নাগাদ বারাক ওবামা রাজঘাট যাবেন। সফরসূচি অনুযায়ী, এরপর হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন ওবামা। সেখানে তাঁর পৌছনর কথা সকাল এগারটা কুড়ি নাগাদ। দুপুর ১টা ৫০ মিনিটে যৌথ সাংবাদিক সম্মেলন করবেন মোদী-ওবামা। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে রাতে রাষ্ট্রপতি ভবনে থাকছে নৈশভোজের আয়োজন।
ওবামার সফরসূচি( দ্বিতীয় দিন)
সফরের দ্বিতীয় দিনে সকাল ৯টা ১০ নাগাদ হোটেল থেকে বেরোবেন ওবামা। সকাল ৯টা ২৫-এর মধ্যে রাষ্ট্রপতি ভবন পৌছে যাবেন তিনি। সেখান থেকেই এরপর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যোগ দিতে যাবেন মার্কিন প্রেসিডেন্ট। অনুষ্ঠান শুরু হবে সকাল ১০ টায়।
প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান শেষে বারাক ওবামার পরবর্তী গন্তব্য CEO সম্মেলন। দুপুর ১২টা ৪০ থেকে ৩টে ১০ পর্যন্ত সেখানে থাকবেন তিনি। এরপর প্রেসিডেন্টের কনভয় পাড়ি দেবে মৌর্য শেরাটন হোটেলের উদ্দেশে। সেখানে বিকেল ৫টা ৪৫ মিনিটে CEO-দের নিয়ে রাউন্ড টেবিল বৈঠক করবেন বারাক ওবামা। সন্ধে ৬টা ৫০ মিনিট থেকে ৭টা ২০ মিনিটের মধ্যে শিল্প জগতের শীর্ষ কর্তাদের সামনে তাঁর ভাষণও দেওয়ার কথা রয়েছে। দিনের শেষে মার্কিন প্রেসিডেন্টের জন্য প্রাইভেট ডিনারের ব্যবস্থা থাকছে। আয়োজক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ওবামার সফরসূচি(তৃতীয় দিন)
দ্বিতীয় দিন যদি কাজে ঠাসা হয়, তাহলে তৃতীয় দিন অনেকটাই হালকা মুডে থাকার সুযোগ করে দেবে মার্কিন প্রেসিডেন্টকে। সকাল ১০টা ১০ নাগাদ হোটেল থেকে বেরিয়ে পড়বেন তিনি। ১০টা ৪০ মিনিটের মধ্যে পৌছে যাবেন সিরি ফোর্টে। দুপুর ১২টা ২০ থেকে দেড়টার মধ্যে লাঞ্চ সেরে ওবামা রওনা হয়ে যাবেন আগ্রার পথে। দুপুর ৩টে ৫ থেকে ৪টে ৫। এই সময়ে তাজ মহলে কাটাবেন সস্ত্রীক ওবামা। প্রেমের সৌধেই এবারের মতো ভারতের সফর শেষ করবেন প্রেসিডেন্ট ওবামা। এরপর সোজা তিনি চলে যাবেন পালাম বিমানবন্দরে। বিকেল ৪টে ৩৫ নাগাদ তাঁর বিমানবন্দরে পৌছে যাওয়ার কথা। বিকেল ৫টা ৫০ মিনিটে এয়ার ফোর্স ওয়ান পাড়ি দেবে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে।