দেশজুড়ে চলছে ৪৮ ঘণ্টার ব্যাঙ্ক ধর্মঘট
দেশজুড়ে চলছে ৪৮ ঘণ্টার ব্যাঙ্ক ধর্মঘট
Updated By: Feb 10, 2014, 11:34 AM IST
আজ থেকে শুরু হল ৪৮ ঘণ্টার ব্যাঙ্ক ধর্মঘট। বেতন কাঠামোর পুর্নবিন্যাসের দাবিতে ধর্মঘট। দেশজুড়ে দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাঙ্ক কর্মচারী ও ব্যাঙ্ক অফিসারদের সংগঠনগুলির সংযুক্ত ফোরাম ইউএফবিইউ (UFBU)। এর ফলে অসুবিধায় পড়বেন দেশের কোটি কোটি আমানতকারী।
তবে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কগুলিতে দুদিনের ধর্মঘট হলেও কয়েকটি বেসরকারি ব্যাঙ্ক খোলা থাকবে। দেশের ২৭টি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের প্রায় ৫০ হাজার শাখায় ধর্মঘটে যোগ দেবেন প্রায় আট লক্ষ কর্মচারী ও আধিকারিক।